সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৭ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ও আন্তর্জাতিক মহাসমাবেশ বাস্তবায়নে পরামর্শ সভা  আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় খেলাফত মজলিসের শোক আলেমে রাব্বানী ক্বারী তৈয়ব (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জা ফখরুলের হাতে ফুল তুলে দিলেন সারজিস ‘কোরবানির চামড়া লবণজাত করে ক্ষতিগ্রস্ত মাদরাসার পাশে দাঁড়ায়নি সরকার’  আওয়ামী ‘দোসরদের’ রাজনীতি নিষিদ্ধে সর্বদলীয় বৈঠক ডাকসুতে ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ টঙ্গীতে ইমামদের উদ্যোগে সিরাত প্রতিযোগিতা ডাকসু নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

নাজিরপুর উলামা পরিষদের বার্ষিক প্রতিনিধি সম্মেলন সম্পন্ন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অরাজনৈতিক সেবামূলক সংগঠন নাজিরপুর উলামা পরিষদের বার্ষিক প্রতিনিধি সম্মেলন আজ ১৪ এপ্রিল রবিবার সকাল নয়টায় জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির সভাপতি মুফতি সাখাওয়াত হোসাইন কাসেমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি আবুল হাসান ও সিনিয়র সহ-সভাপতি মুফতি কামরুল ইসলাম আরেফীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতকাছেমিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মোস্তাফিজুর রহমান মুমতাজী।

 উপস্থিত ছিলেন সাতকাছেমিয়া মাদরাসার শাইখুল হাদীস মাওলানা হেমায়েত উদ্দিন, পিরোজপুর উলামা পরিষদের আমীর মুফতী ওয়াহিদুল আলম ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহীম কাসেমী, মুফতি শেখ মুজিবুর রহমান, মুফতি শরফুদ্দীন আহমাদ, মাওলানা ফেরদাউস আহমাদ, মাওলানা রিয়াদুল ইসলাম মুনীর, মাওলানা ইলিয়াস আহমাদ, মাওলানা ইমদাদুল হক, মাওলানা আতিকুর রহমান, মুফতি আবদুল্লাহ ফিরোজী, মাওলানা আবুল বাশার পিরোজপুরী, মুফতি ইমরান হোসাইন মুজাহিদী, মাওলানা আবুল খায়ের, মুফতি নাসির উদ্দিন, মুফতি জহিরুল ইসলাম পিরোজপুরী, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আব্দুল জলিল প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোস্তাফিজুর রহমান মুমতাজী বলেন, কুরআন সুন্নাহর খেদমতের পাশাপাশি সমাজসেবা এবং সামাজিক সংকট মোকাবিলায় আলেমদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। সমাজের রন্দ্রে রন্দ্রে মিশে থাকা শিরক বিদআতের মুলোৎপাটনে আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে। নাজিরপুর উলামা পরিষদের সার্বিক কার্যক্রম সন্তোষজনক।

সভাপতির বক্তব্যে মুফতী সাখাওয়াত হোসাইন কাসেমী বলেন, নাজিরপুর উলামা পরিষদের সার্বিক কার্যক্রম গতিশীল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতা নিয়ে এটা দেশের একটি রোল মডেল সংগঠনে পরিণত হবে, ইনশাআল্লাহ।

 সাধারণ সম্পাদক মুফতি আবুল হাসান বার্ষিক রিপোর্ট পেশ ও ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরে সংগঠনের মূল প্রতিপাদ্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ও খেদমতে খালক বাস্তবায়নে ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে শামিল হওয়ার আহবান জানান।
সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ