সোমবার, ২০ মে ২০২৪ ।। ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১২ জিলকদ ১৪৪৫


ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে হাফেজদের মিলনমেলা অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, 
ফরিদপুর জেলা প্রতিনিধি::

বৃহত্তর ফরিদপুর জেলার কুরআনে হাফেজদের নিয়ে ফরিদপুর সদরে এক মিলনমেলা ও সাহরি নাইট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের অম্বিকা মেমোরিয়াল হলে দিবাগত রাত ১২টা থেকে ৪টা পর্যন্ত কুরআন তিলাওয়াত, আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান, ইসলামিক সাংস্কৃতিক গান, কুইজপ্রতিযোগিতা-পুরস্কার বিতরণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাহরী অনুষ্ঠিত হয়। 

মুফতি ফায়েক হাসানের সভাপতিত্ব অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক হাফেজ ক্বারী মো. আবু উবাদা আওয়ার ইসলামের এ প্রতিনিধিকে জানান, বিকেল থেকেই বিভিন্ন জায়গা থেকে আগত কুরআনে হাফেজ দের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মিলনায়তন। প্রায় ৫শতাধিক হাফেজদের এক মিলনমেলার সৃষ্টি হয় ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হল প্রাঙ্গণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসানুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়াদ, মদিনাতুল উলুম মাদ্রাসাতুত তাইয়েবা রঘুনন্দনপুরের পরিচালক হাফেজ ক্বারী মিসবাহ উদ্দিন‌‌, আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা ফরিদপুরের শিক্ষক হাফেজ ক্বারী মঈনুল ইসলাম, মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ ক্বারী মাহবুবুর রহমান,বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন, মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসা ফরিদপুর সদর শাখার পরিচালক হাফেজ ক্বারী বেলাল মাদানী, গুনবাহা দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার ইনচার্জ হাফেজ মাওলানা আল আমিন, দারুল উলুম    মহিলা মাদ্রাসার মুফতি আবু নাসির, বায়তুশ শরফ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের পরিচালক হাফেজ ক্বারী আতিক, মারকাজুল হুদা ইসলামিয়া মাদ্রাসা ফরিদপুর সদরের   হাফেজ ক্বারী আ. রশিদ, ইসলামিক সংগীত শিল্পী (মাদীনার মোহনা) হাফেজ মাওলানা হেলাল উদ্দীন আবরার।

আরো উপস্থিত ছিলেন মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসা ভাঙ্গা শাখার পরিচালক হাফেজ ক্বারী হাবিবুর রহমান, মাদারীপুরের নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি রাকিব হাসান ওসমান, রাজবাড়ী পাংশার মারকাজুত তাহফিজ মাদরাসার পরিচালক হাফেজ ক্বারী আব্দুল্লাহ, হাফেজ ক্বারী আসাদুল্লাহ, হাফেজ ক্বারী আইয়ুব আলী, ক্বারী শায়েখ মোহাম্মাদুল্লাহ, অনুষ্ঠান সঞ্চালক মো. ফয়েজ মাহমুদ, বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন স্থানের প্রায় ৫শতাধিক   কুরআন হাফেজ সহ বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার অন্যান্য নেতা- কর্মীরা প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাফেজদের মিলনমেলা (বৃহত্তর ফরিদপুর) এর তত্ত্বাবধায়ক ও দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার ইনচার্জ হাফেজ মুফতি তাজুল ইসলাম। 

এবিষয়ে (অনুষ্ঠানের অতিথি) সকলের পক্ষ থেকে হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন বলেন, এ ধরণের অনুষ্ঠানের মাধ্যমে হাফেজ দের একে-অপরের বন্ধন অটুট রাখতে সহায়তা করবে। অনুষ্ঠান আয়োজক কমিটির সকলকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার ও ধন্যবাদ জানান তিনি। 

সবশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি ও ইসলামিক শরীয়া রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মাহমুদ হাসান ফায়েক।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ