সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৭ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ও আন্তর্জাতিক মহাসমাবেশ বাস্তবায়নে পরামর্শ সভা  আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় খেলাফত মজলিসের শোক আলেমে রাব্বানী ক্বারী তৈয়ব (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জা ফখরুলের হাতে ফুল তুলে দিলেন সারজিস ‘কোরবানির চামড়া লবণজাত করে ক্ষতিগ্রস্ত মাদরাসার পাশে দাঁড়ায়নি সরকার’  আওয়ামী ‘দোসরদের’ রাজনীতি নিষিদ্ধে সর্বদলীয় বৈঠক ডাকসুতে ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ টঙ্গীতে ইমামদের উদ্যোগে সিরাত প্রতিযোগিতা ডাকসু নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মো. সাখাওয়াত হোসেন ||

ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৪ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ প্রচার-প্রসারে জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার (২৪ মার্চ) সকাল সারে ৯টায় পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা মডেল মসজিদের হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে এক বিশাল বর্নাঢ্য র‍্যালী প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে। 

পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের উপ- পরিচালক মো. সাহাবুদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল আহসান তালুকদার (পিএএ)।

বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ফরিদপুর মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত)।

এসময় উপস্থিত ছিলেন সাবজাননেছা মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মো. আলমগীর হোসাইন, ফরিদপুর জেলা ইফা’র সহকারী- পরিচালক মো. সুজন আলী, ফিল্ড অফিসার মো. রাসেল, মাষ্টার ট্রেইনার, ফরিদপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. তবীবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, জেলা-উপজেলার সুপারভাইজার গণ, মডেল- সাধারণ কেয়ার টেকারগণ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলার সকল দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক- শিক্ষিকাগণ, সহায়ক কর্মীগণ সহ বিভিন্ন উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ফরিদপুর সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হাফেজ মাওলানা কাজী এনামুল হক।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে এদেশে ইসলামের প্রচার- প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ইসলামের শিক্ষা ও সৌন্দর্যকে ধারণ করতে পারলে সমাজের সব রকমের অস্থিরতা দূর হবে, শান্তিময় সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।

বক্তারা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ইসলামিক ফাউন্ডেশনকে আরও গতিশীল করেছে। দেশের জেলা ও উপজেলা পর্যায়ে মডেল মসজিদ স্থাপন করা হয়েছে। কওমী মাদ্রাসাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠান শেষে দেশ ও দেশের কল্যাণে মুনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি তবীবুর রহমান।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ফরিদপুরের ইফা’র উপ- পরিচালক মো. সাহাবুদ্দীন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ