শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
প্রশাসনিক ব্যর্থতায় আইনশৃঙ্খলার চরম অবনতি : যুবদল সভাপতি জুলাই গণ-অভ্যুত্থানে যুব আলেম ও ওলামাদের আত্মত্যাগকে মূল্যায়ন করতে হবে আপনাদেরকে মানুষ পালানোর সুযোগও দেবে না, বিএনপিকে বৈষম্যবিরোধীর নেতা ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র উদ্ধারে পাগল হয়েছে বিএনপি: গয়েশ্বর নোয়াখালীতে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও বাড়ছে দুর্ভোগ কিসাসই এসব কসাইয়ের সমাধান: শায়খ আহমাদুল্লাহ পশ্চিম তীরে মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করল ইসরাইলিরা একটানা বসে পায়ে ব্যথা? স্বস্তি পাবেন যেভাবে হজ শেষে দেশে ফিরলেন ৮৭,১০০ হাজি, মৃত্যু ৪৫ জনের দুই মাসে ৬ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

সমাজসেবায় ব্যাপক সাড়া ফেলেছে “নগরকান্দা-সালথা মানব কল্যাণ ফোরাম”

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সমাজসেবা মুলক কাজের মাধ্যমে ফরিদপুরে ব্যাপক সাড়া ফেলেছে “নগরকান্দা-সালথা মানব কল্যাণ ফোরাম” নামের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।

প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের অসচ্ছল, অসহায়, দুস্ত এবং নিপিড়ীত মানুষদের পাশে থেকে বিভিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে এই স্বেচ্ছাসেবক সংগঠনটি। যার ফলে প্রশংসা কুড়াচ্ছে সর্বত্র।

বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ১৬৯ জন। যাদের অধিকাংশই ওলামা মাশায়েখ মতাদর্শী।

২০২৩ সালের ২৯ শে সেপ্টেম্বর সামাজিক যোগাযোগের মাধ্যমে আত্মপ্রকাশ করে এই সংগঠনটি।

সম্প্রতি ফরিদপুরের সালথার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপুটি কাজী বাড়িতে সংগঠনটির সদস্যরা প্রথম সভায় স্বশরীরে উপস্থিত হয়ে আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

যেখানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আল আরাফাহ ইসলামী ব্যাংকের এসিস্ট্যান্ট  ভাইস প্রেসিডেন্ট মাওলানা মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রবাস থেকে যুক্ত হয়ে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ফরিদপুরী।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ সভাপতি মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী , সহ সভাপতি মাওলানা কাজী কামরুজ্জামান, সহ সভাপতি মুফতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মুফতি মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সাধারণ সম্পাদক মাওলানা মাসরুর আহমাদ, সহকারী সম্পাদক মুফতি জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মুফতি নাজমুল হাসান, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ মোল্লা মোহাম্মাদ জিকরুল্লাহ সহ অন্যান্যরা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ