সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৭ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ডিজিটাল বিভাগে লোকবল নেবে ঢাকা মেইল আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় শায়খ আহমাদুল্লাহর শোক নির্বাচনে নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা উপাচার্যকে ক্ষমা চাইতে হবে, অন্যথায় ‘কঠোর আন্দোলন’: বাকৃবি শিক্ষার্থীরা জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক আল-আকসার ঐতিহাসিক পরিচয় মুছে দেওয়ার ষড়যন্ত্র ইসরায়েলের! আরো ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ছোটকাল থেকেই বাচ্চাদের জিদ নিয়ন্ত্রণের ১০ কৌশল ইমামকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্তকে জুতাপেটা, সালিশে মীমাংসা নুরের শারীরিক অবস্থার উন্নতি, নেওয়া হবে কেবিনে

দুর্গাপুরে জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি>

নেত্রকোনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ  দুর্গাপুর উপজেলা শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৮ ফেব্রুয়ারি ) উপজেলার চন্ডিগড় ইউনিয়নের জানিরগাও বাজারের মুক্তিযোদ্ধা মার্কেট আল ইত্তেহাদ হলরুমে এ সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মুফতি জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং মুফতি এনায়েতুল্লাহ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মদ তাহের কাসেমী।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন নগরী, মাওলানা মাওলানা আজিজুল হক, ছাত্র জমিয়ত বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা সানোয়ার আহমেদ ছাত্র জমিয়ত বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী হাবিবুল্লাহ, দেলোয়ার হোসাইন জেলা শাখার অর্থ সম্পাদক হাফেজ শামীম আহমাদ ছাত্র জমিয়ত জেলা শাখার প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল আজিজী সহ প্রমুখ।

সর্বশেষ সকলের সম্মতিক্রমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন নগরী মুফতি মোস্তাফিজুর রহমান নোমানীকে সভাপতি এবং মুফতি এনায়েতুল্লাহ খানকে সাধারণ সম্পাদক ও মুফতি সাআদ আহমাদকে সাংগঠনিক সম্পাদক ও মাওলানা হারুনুর রশীদকে প্রচার সম্পাদক করে তিন বছর মেয়াদি ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ