রবিবার, ১৩ জুলাই ২০২৫ ।। ২৯ আষাঢ় ১৪৩২ ।। ১৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
একদিনে আরও ৪২০ জন ডেঙ্গু আক্রান্ত, একজনের মৃত্যু আড়াই বছরে পূর্ণ কুরআন হাতে লিখল ভারতীয় শিশু  এবার কোনো হজযাত্রীকে কাঁদতে হয়নি: ধর্ম উপদেষ্টা জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার চালু করতে আইনি নোটিশ ‘আমাকে বলা হচ্ছিল জুলাইয়ের প্রথম শহীদ, বাধ্য হয়ে ভিডিওবার্তা দিই’ মিটফোর্ড হত্যাকাণ্ড জাহিলিয়াতকে হার মানিয়েছে: ইসলামী ঐক্যজোট বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন রুপনগর থানার শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত এরদোয়ান কি ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন? ৪৯৭৮ হাজিকে ফেরত দেওয়া হচ্ছে বেঁচে যাওয়া টাকা কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়: জামায়াত আমির

খাগড়াছড়ি ইসলামী আইন গবেষণা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি ইসলামী আইন গবেষণা পরিষদের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ফেব্রুয়ারি) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা সদরের হাসপাতাল গেইট সংলগ্ন ইসলামিয়া মাদরাসায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই সভা শুরু হয়।

পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা মুফতি মীর হোসেনের সভাপতিত্ব সেক্রেটারি মুফতি মঈন উদ্দিন (জামিল) ও প্রচার সম্পাদক সম্পাদক মুফতি আলমগীর হোসেন (আলা আমিন) এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা অংশগ্রহণ করেন পরিষদের উপদেষ্টা মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী ,মাওলানা মুফতি নোমান, মাওলানা মুফতি রবিউল ইসলাম শামীম, পরিষদের সভাপতি মুফতি মতিউর রহমান (আব্দুল মতিন) ,সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাক জামী ,সমাজ কল্যাণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান আজিজী প্রমুখ।

এ সময় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সেক্রেটারি মাওলানা নুরুল কবির আরমান, হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা শফিউল্লাহ হাবিবি,খাগড়াছড়ি ইসলামিক আইন গবেষণা পরিষদের সহ-সভাপতি মুফতি আলী আহমদ, মুফতি শফিকুল ইসলাম, মুফতি ইব্রাহিম খলিল ,যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ইমরান খান, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আমজাদ হোসাইন, অর্থ সম্পাদক মুফতি আব্দুল হান্নান, সহ অর্থ সম্পাদক মুফতি হাসান মাহমুদ ,সহ দপ্তর সম্পাদক মুফতি আব্দুল জলিল, তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি আব্দুল হান্নান জুলফিকার, কার্যকরী সদস্য মুফতি আব্দুল্লাহ আল নোমান  প্রমুখ ও উপস্থিত ছিলেন। 

সভাপতির বক্তব্যে মাওলানা মুফতি মীর হোসেন বলেন, এক সময় পার্বত্য চট্টগ্রামের আলেম-ওলামা ও মুফতিদের খুবই কম ছিল। এ সংগঠন ছড়িয়ে ছিটিয়ে থাকা মুফতিদেরকে ঐক্যবদ্ধ করে জাতিকে সঠিক সমস্যার সমাধান দিতে সক্ষম হবে-ইনশাল্লাহ। একদিন এই সংগঠন পার্বত্য চট্টগ্রামের কওমী ওলামায়ে কেরামের বৃহত্তম প্লাটপর্মে পরিণত হবে। তিনি সকল মুফতি ও বিজ্ঞ ওলামায়ে কেরামকে এ সংগঠনের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ