সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৭ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ডিজিটাল বিভাগে লোকবল নেবে ঢাকা মেইল আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় শায়খ আহমাদুল্লাহর শোক নির্বাচনে নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা উপাচার্যকে ক্ষমা চাইতে হবে, অন্যথায় ‘কঠোর আন্দোলন’: বাকৃবি শিক্ষার্থীরা জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক আল-আকসার ঐতিহাসিক পরিচয় মুছে দেওয়ার ষড়যন্ত্র ইসরায়েলের! আরো ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ছোটকাল থেকেই বাচ্চাদের জিদ নিয়ন্ত্রণের ১০ কৌশল ইমামকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্তকে জুতাপেটা, সালিশে মীমাংসা নুরের শারীরিক অবস্থার উন্নতি, নেওয়া হবে কেবিনে

ইসলামী ছাত্র আন্দোলন দৌলতপুর থানার সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এম শাহরিয়ার তাজ
খুলনা প্রতিনিধি  

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনার দৌলতপুর থানার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সহ-সভাপতি মুহাম্মদ নুরুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান এর সঞ্চালনায় শুক্রবার (২৩ শে ফেব্রুয়ারি) বিকাল ৩টায় দৌলতপুর বেবিস্টান্ড সংলগ্ন আইএবি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সহ-সভাপতি শেখ মুহাম্মদ নাসির উদ্দিন। 

প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি মুহা. আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন দৌলতপুর থানার সভাপতি আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, সেক্রেটারী আলফাত হোসেন লিটন, 
ইসলামী ছাত্র আন্দোলন নগর সহ-সভাপতি মুহা.মাহদী হাসান মুন্না, 
অর্থ ও কল্যাণ সম্পাদক মোহাম্মদ আতিক হাসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানার আলম গাজী, মুহা: তানভীর, সাজ্জাদ হোসেন, মুহা: ইবরাহীম, মুহা: শাহরিয়ার। 

আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ আমজাদ হোসেন, শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার হোসেন, মাও:ওহিদুজ্জামান, নাসির হোসেন।

সম্মেলন শেষে প্রধান অতিথি বিগত ২০২৩ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৪ সালের জন্য নতুন কমিটির সভাপতি হিসেবে মুহাম্মাদ রাকিবুল হাসান, সহ-সভাপতি মুহা: নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক হিসেবে মুহা: শাহরিয়ার তাজের নাম ঘোষণা করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ