ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই আন্দোলনে আহত এবং চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের পর থেকে হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ আছে। এতে বিপাকে পড়েছেন রোগীরা।
ভারপ্রাপ্ত পরিচালক জানে আলম বুধবার দুপুরে গণমাধ্যমকে জানিয়েছেন দুপুর দেড়টার দিকে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এদিকে হাসপাতালের চিকিৎসা সেবা এখন ‘বন্ধ আছে’।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (তেজগাঁও) আলমগীর কবির সংবাদমাধ্যমকে বলেছেন, বর্তমানে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
এসএকে/