বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
আ. লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে: হাসনাত জুলাই গণহত্যা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন সরকারের মধ্যস্থতায় হামিদের পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে: নুর আ. লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ, জানালেন উপদেষ্টা স্কুলে নৈতিক শিক্ষা ছোট থেকেই দেয়া উচিত : মাসউদুল কাদির সিলেটে খেলার মাঠ নিয়ে বিএসএফ-স্থানীয়দের মধ্যে উত্তেজনা যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দিল জামায়াত আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা আলেমবিদ্বেষী বক্তব্যে ফটিকছড়িতে উমামা ফাতেমাকে অবাঞ্চিত ঘোষণা সমমনা ইসলামী জোটের বৈঠকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত

ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আমিন ইকবাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় কর্মরত হবিগঞ্জের লাখাই উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল- ‘ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরাম’। 

বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক আলোচনা সভা শেষে সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর ও নেক্সাস টেলিভিশনের উপস্থাপক আমিন ইকবালকে আহ্বায়ক এবং খোলা কাগজের নিজস্ব প্রতিবেদক শিপার মাহমুদকে সদস্যসচিব করা হয়েছে। 

আহ্বায়ক কমিটি সবার সঙ্গে যোগাযোগ ও আলোচনা-পর্যালোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। 

সংগঠনের আহ্বায়ক আমিন ইকবাল জানান, শেকড়ের প্রতি দায়বদ্ধতা থেকেই ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ। আমরা ঢাকায় কর্মরত লাখাই উপজেলার সাংবাদিক সমাজের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে চাই।

সদস্যসচিব শিপার মাহমুদ বলেন, আমাদের এ প্ল্যাটফর্ম লাখাইয়ের সাংবাদিকদের কল্যাণে কাজ করবে। পাশাপাশি ঢাকায় কর্মরত লাখাই উপজেলার অন্যান্য পেশার লোকদের কল্যাণেও কাজ করবে এ সংগঠন।

উল্লেখ্য, কমিটির আহ্বায়ক আমিন ইকবাল বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাধারণ সম্পাদক এবং শিল্প-সাহিত্যবিষয়ক প্রতিষ্ঠান ‘সৃজন’-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক আলোকিত বাংলাদেশ ও আমাদের সময় ডটকমে সহ-সম্পাদক পদে দীর্ঘদিন কাজ করেছেন। মাসিক রাহমানী পয়গামের সহকারী সম্পাদক ছিলেন প্রায় এক দশক।

অন্যদিকে সংগঠনটির সদস্যসচিব শিপার মাহমুদ মাসিক সাময়িকী ‘রূপান্তর’- এর সম্পাদক ও সামাজিক সংগঠন রূপান্তর বাংলাদেশের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সকালের সময় পত্রিকার সিটি রিপোর্টার, দৈনিক উত্তরা নিউজ- এর মফস্বল বিভাগে সাব-এডিটর এবং অগ্রযাত্রা পত্রিকার বার্তা প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ