শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই : সালাহউদ্দিন আহমেদ টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন ধানের শীষের প্রার্থী ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস

তাইবা এলায়েন্সের আয়োজনে ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্মিলিত হজ এজেন্সি গ্রুপ তাইবা এলায়েন্সের আয়োজনে বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর নয়াপল্টনে তাইবা এলায়েন্সের কার্যালয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

পবিত্র রমজানের এই বরকতময় আয়োজনকে ঘিরে ছিল এক অনন্য পরিবেশ, যেখানে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)- এর নবনির্বাচিত কমিটির দায়িত্বশীল এবং তাইবা এলায়েন্সের সম্মানিত সদস্যরা একত্রিত হন।

এই মহামিলনের মূল প্রতিপাদ্য ছিল—ভ্রাতৃত্ব, ঐক্য এবং সম্মিলিত প্রচেষ্টায় হজ ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত ও উন্নত করা এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নেওয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবের নবনির্বাচিত মহাসচিব ফরিদ আহমদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন হাবের সহ-সভাপতি হাফেজ নূর মোহাম্মদ, যুগ্ম মহাসচিব মোহাম্মদ জাফর উদ্দিন, জনসংযোগ সচিব জাহিদ আলম, নির্বাহী সদস্য মুফতি মোহাম্মদ জুনায়েদ গুলজার, মোহাম্মদ আবু সালেহ রাজী। 

এছাড়াও তাইবা এলায়েন্সের ১১টি হজ এজেন্সির টেকনিক্যাল টিম ও অন্যান্য অতিথিবৃন্দ এই আয়োজনে অংশ নেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবের নবনির্বাচিত মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, ২০২৫ সালে হজ মৌসুমে তাইবা এলায়েন্সের উদ্যোগে ১১টি স্বনামধন্য হজ এজেন্সি একত্রিত হয়ে যে এলায়েন্স গঠন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এই উদ্যোগকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ভবিষ্যতে এলায়েন্স ছাড়া হজ বা উমরাহ কার্যক্রম পরিচালনা করা কষ্টকর হবে। তাইবা এলায়েন্স একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে সবার সামনে থাকবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথিদের মধ্যেও ছিল এই এলায়েন্সের প্রতি দারুণ আস্থা ও প্রশংসা। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত করা সম্ভব হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাবের নির্বাহী সদস্য মুফতি মোহাম্মদ জুনায়েদ গুলজার। তিনি আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে হাবের সম্মানিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

সঞ্চালনায় ছিলেন এলায়েন্স মনোনীত এবছরের লিড এজেন্সি আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পরিচালক মো. ওবায়েদুল হক। এলায়েন্সের পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন এলায়েন্সের সদস্য আবদুল্লাহ সালেহ। 
তাইবা এলায়েন্সের সদস্য এজেন্সিগুলো হলো- আমিন ট্রাভেলস ও ট্যুরস, ব্রডওয়ে ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেড, মার্ভেলাস এয়ার ট্রাভেলস লিমিটেড, নীড় ট্রাভেলস, সেতুবন্ধন এভিয়েশেন অ্যান্ড টুরিজম, জাবাল ই নূর ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ইমদাদ এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, স্ট্যান্ডার্ড হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, উলামা আউলিয়া হজ গ্রুপ বাংলাদেশ, দেশ ও বিদেশ, মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেড।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ