মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী ময়মনসিংহে ইসলামি বইমেলা শুরু ১৩ নভেম্বর ভারতের পুনে দুর্গে নামাজ আদায় করা নিয়ে দেশভর তোলপাড় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শায়খে চরমোনাই কুমিল্লা থেকে প্রকাশিত 'বাংলাদেশ' নামের পত্রিকা : স্বাধীনতার ৩৩ বছর আগের এক ঐতিহাসিক দলিল ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল হওয়ার খবরটি ভুল : পররাষ্ট্র উপদেষ্টা নাতির কাছে কায়দা শিখছেন অভিনেতা মিশা সওদাগর জামায়াত সেক্রেটারি পরওয়ারের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ: এনসিপি ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস এ৩৩০ সম্পন্ন হলো আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক

মাজলুম হেফাজত নেতৃবৃন্দকে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

শাপলা থেকে জুলাই বিপ্লব শহীদদের মাগফিরাত কামনা, ভারতীয় আগ্রাসন মোকাবিলায় উলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা ও আওয়ামী সরকারের আমলে মিথ্যা মামলা ও জেল জুলুমের শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আপোষহীন মাজলুম আলেমদের সংবর্ধনা দিয়েছে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ।

আজ মঙ্গলবার ( ১৪জানুয়ারি ) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত উত্তরা ফ্রেন্ডস্ ক্লাব মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

সংগঠনের প্রধান উপদেষ্টা আল্লামা শেখ আজিমুদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা আবু সালেহ রহমানী ও মুফতি নেয়ামতুল্লাহ আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ সম্পাদক জনাব মাহমুদুর রহমান। এসময় বৃহত্তর উত্তরার মজলুম আলেমদেরকেও সংবর্ধিত করা হয়।

এ সময় প্রধান আলোচকের বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, ভারতীয় আগ্রাসনের মোকাবিলায় আমাদের সংবিধানের মূলনীতিতে ভারত থেকে পাচারকৃত ধর্মনিরপেক্ষ মতবাদ, এটাকে বাংলাদেশের সংবিধান থেকে উৎখাত করতে হবে। ভারতীয় সেবাদাষীকে আমরা এ দেশে জায়গা দেই নাই। সুতরাং, ভারতের পাচারকৃত এই ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাঠাতে হবে। মনে রাখবেন, বাংলাদেশের স্বাধীনতা ও ইসলাম এক সূত্রে গাথা। বাংলাদেশে ইসলাম বিপন্ন হলে স্বাধীনতা হারিয়ে যাবে। যারা ইসলামবিদ্বেষী তারাই বাংলাদেশের শত্রু।

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, এদেশের আলেম সমাজ কোনদিন নিজের স্বার্থর জন্য লড়াই করে নাই। ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করে নাই। আলেম সমাজ লড়াই করেছে বাংলাদেশের মুসলমানদের পক্ষে লড়াই করেছে। বাংলাদেশের ইসলাম রক্ষার জন্য লড়াই করেছে। এবং তারই ধারাবাহিকতায় ২০১৩ সালের শহিদরা ইসলাম রক্ষার জন্য শহিদ হয়েছে। তারই ধারাবাহিকতায় এই জুলাই বিপ্লবেও মাদরাসার ছাত্র ও শিক্ষকরা  লড়াই করে ভারতের দালাল শেখ হাসিনাকে পরাজিত করেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা জালালুদ্দিন আহমাদ, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি মনির হুসাইন কাসেমী, মুফতি নুর হুসাইন নূরানী, মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা ফখরুল ইসলাম, মুফতি ওয়াহিদুল আলম, মাওলানা আরিফ হক্কানী, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মুফতি ইদ্রীস কাসেমী, মাওলানা সুহাইল সাদী, মাওলানা সাইফুল ইসলাম, মুফতি তাউহিদুল ইসলাম আজিজি, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আবু ত্বলহা মাসউদসহ হেফাজতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ