বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ৩০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী ময়মনসিংহে ইসলামি বইমেলা শুরু ১৩ নভেম্বর ভারতের পুনে দুর্গে নামাজ আদায় করা নিয়ে দেশভর তোলপাড় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শায়খে চরমোনাই কুমিল্লা থেকে প্রকাশিত 'বাংলাদেশ' নামের পত্রিকা : স্বাধীনতার ৩৩ বছর আগের এক ঐতিহাসিক দলিল ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল হওয়ার খবরটি ভুল : পররাষ্ট্র উপদেষ্টা নাতির কাছে কায়দা শিখছেন অভিনেতা মিশা সওদাগর জামায়াত সেক্রেটারি পরওয়ারের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ: এনসিপি ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস এ৩৩০

হেফাজতে ইসলাম খিলগাঁও জোন কমিটি গঠন, সভাপতি মাওলানা শিব্বির, সম্পাদক মুফতি মাহবুব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন। হেফাজত কোন রাজনৈতিক সংগঠন নয়, তবে ইনসাফ শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে হেফাজতের ভূমিকা থাকবে। গত ১৬ বছর আওয়ামী সরকার যে জুলুম অত্যাচার করেছে। শাপলা চত্বরে এক রাতে এর চেয়ে বেশি জুলুম-অত্যাচার করেছে হেফাজত নেতাকর্মীদের উপর এই জালেম ও  পতিত সরকার। পত্রিকায় প্রকাশিত সংবাদে আপনারা জানেন দেড় লক্ষের বেশি গুলি করা হয়েছে হেফাজত নেতাকর্মীদের উপর। বর্তমানে যারা ঘোলা পানিতে মাছ শিকার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি করতে চাচ্ছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিবো, ইনশাআল্লাহ।

আজ সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় হেফাজতে ইসলাম বাংলাদেশ খিলগাঁও জোনের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব এসব কথা বলেন।

আল্লামা জহুরুল ইসলামের সভাপতিত্বে ও মুফতি মাহবুবুল আলম কাসেমী, মুফতি নুর মোহাম্মদ আজিজী, মুফতি নুরুল আলম ইসহাকী ও মুফতি আল আমিনের পরিচালনায় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

খিলগাঁও জোনের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুফতি আজহারুল ইসলাম।

বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েব আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মুফতি বশির উল্লাহ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা তাফাজ্জল হোসেন, মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদী, মুফতি শরীফ উল্লাহ, মাওলানা মোঃ ফয়সাল, মাওলানা রাশেদ বিন নূর ও মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র। আমাদের দেশের স্বাধীনতা ও মানচিত্র নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের ২০ কোটি মানুষ প্রস্তুত আছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য। যারাই আসবে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দেওয়া হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ