বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ৩০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী ময়মনসিংহে ইসলামি বইমেলা শুরু ১৩ নভেম্বর ভারতের পুনে দুর্গে নামাজ আদায় করা নিয়ে দেশভর তোলপাড় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শায়খে চরমোনাই কুমিল্লা থেকে প্রকাশিত 'বাংলাদেশ' নামের পত্রিকা : স্বাধীনতার ৩৩ বছর আগের এক ঐতিহাসিক দলিল ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল হওয়ার খবরটি ভুল : পররাষ্ট্র উপদেষ্টা নাতির কাছে কায়দা শিখছেন অভিনেতা মিশা সওদাগর জামায়াত সেক্রেটারি পরওয়ারের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ: এনসিপি ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস এ৩৩০ সম্পন্ন হলো আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক

ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকাস্থ চাঁদপুর ফোরাম এর উদ্যোগে ঢাকাস্থ চাঁদপুরের সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে সেতুবন্ধন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর বিএমএ মিলনায়তনে এ সেতুবন্ধন সভা অনুষ্ঠিত হয়।

ঢাকাস্থ চাঁদপুর ফোরামের আহবায়ক মানসুর আহমদ সাকীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আল আমিন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোয়াজ্জেম হোসেন, এফবিসিসিআই সদস্য এম এস মোস্তফা কামাল, দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক এবং ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, বিডি সমাচার ২৪ ডটকমের সম্পাদক মহসিন হোসেন, বিশিষ্ট সংগঠক মাসউদুর রহমান, এহতেশামুল হক সাখী, মুফতি সাব্বির আহমদ, ঢাকা ওয়াসার ইন্সপেক্টর শাহ পরান, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহবায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ, শাহাদাত প্রকাশনী সত্ত্বাধীকারী শাহাদাত হোসেন প্রধানীয়া, সাংবাদিক মোঃ সাইফুদ্দিন, সালাউদ্দিন খান প্রমুখ।

এসময় বক্তারা বলেন,ঢাকায় বসবাসকারী চাঁদপুর জেলার নাগরিকদের মধ্যে আদর্শ সমাজ গঠনে একতা, সেতুবন্ধন, সোহার্দ্য, ভ্রাতৃত্ববোধ স্থাপন, সামাজিক সম্প্রীতি ও বাঙালিয়ানা সংস্কৃতির মাধ্যমে অপরাপর সহযোগী হওয়ার মধ্যে দিয়ে একটি টেকসই, মজবুত, ঐক্যবদ্ধ সোসাইটি প্রতিষ্ঠা করতে কাজ করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, চাঁদপুরের সামাজি,সাংস্কৃতিক, অবকাঠামো উন্নয়নে ও বেকারত্ব,মাদক দূরীকরণে গঠনমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আগামীতে যথাযথ ভুমিকা রাখবে ঢাকাস্থ চাঁদপুর ফোরাম। চাঁদপুরের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন ফোরামের এই নেতৃবৃন্দরা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ