মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী ময়মনসিংহে ইসলামি বইমেলা শুরু ১৩ নভেম্বর ভারতের পুনে দুর্গে নামাজ আদায় করা নিয়ে দেশভর তোলপাড় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শায়খে চরমোনাই কুমিল্লা থেকে প্রকাশিত 'বাংলাদেশ' নামের পত্রিকা : স্বাধীনতার ৩৩ বছর আগের এক ঐতিহাসিক দলিল ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল হওয়ার খবরটি ভুল : পররাষ্ট্র উপদেষ্টা নাতির কাছে কায়দা শিখছেন অভিনেতা মিশা সওদাগর জামায়াত সেক্রেটারি পরওয়ারের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ: এনসিপি ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস এ৩৩০ সম্পন্ন হলো আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক

সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলনের অনুমতি দিল ডিএমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শীর্ষস্থানীয় উলামা মাশায়েখের আহ্বানে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলনের অনুমতি দিলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) রাতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম স্বাক্ষরিত চিঠিতে এ অনুমতির কথা জানানো হয়েছে। তবে এতে জুড়ে দেওয়া হয়েছে ২৩টি শর্ত।

চিঠিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর দাখিলকৃত আবেদনের প্রেক্ষিতে নিম্নবর্ণিত শর্তাবলী যথাযথভাবে পালন সাপেক্ষে আগামী ৫ নভেম্বর শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা-মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে মহাসম্মেলনের অনুমতি প্রদান করা হলো-

শর্তাবলী

১. এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন নিতে হবে

২. স্থান ব্যবহারের অনুমতিপত্রে উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন করতে হবে

৩. অনুমোদিত স্থানের মধ্যেই মহাসম্মেলন এর যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে

৪. নিরাপত্তার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক (দৃশ্যমান আইডি কার্ডসহ) নিয়োগ করতে হবে

৫. স্থানীয় পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় মহাসম্মেলন স্থলের অভ্যন্তরে ও বাইরে উন্নত জেদুলেশনযুক্ত সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

৬. নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিটি প্রবেশগেটে আর্চওয়ে স্থাপন করতে হবে এবং মহাসম্মেলন স্থলে আগতদের হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে (ভদ্রোচিতভাবে)

চেকিং এর ব্যবস্থা করতে হবে

৭. যে চারটি পয়েন্টে গাড়ী পার্কিং করা হবে তার নাম এবং সেখানকার দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিদের কন্টাক্ট নম্বর নিম্নস্বাক্ষরকারী বরাবর প্রেরণ করতে হবে।

৮. সকাল ০৬.০০ ঘটিকার মধ্যে আগত অতিথিদের মহাসম্মেলন স্থলে নামিয়ে দিয়ে উক্ত পরিবহন ঢাকা মহানগরীর বাহিরে সরিয়ে রাখতে হবে

৯. ট্রাফিক সম্পর্কিত ফোকাল পয়েন্টের নাম এবং মোবাইল নম্বর নিম্নস্বাক্ষরকারী বরাবর প্রেরণ করতে হবে

১০. নিজস্ব ব্যবস্থাপনায় Vehicle Scanner/Search Mirror এর মাধ্যমে মহাসম্মেলন স্কুলে আগত সকল যানবাহন তল্লাশীর ব্যবস্থা করতে হবে

১১. অনুমোদিত স্থানের বাইরে বা সড়কের পাশে মাইক/সাউন্ডবক্স ব্যবহার করা যাবে না

১২. অনুমোদিত স্থানের বাইরে বা সড়কের পাশে প্রজেক্টর স্থাপন করা যাবে না

১৩. অনুমোদিত স্থানের বাইরে রাস্তায় বা ফুটপাতে কোথাও লোক সমবেত হওয়া যাবে না। )

১৪. ধর্মীয় অনুভূতির উপর আঘাত আনতে পারে এমন কোন বিষয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শণ বা ব্যঙ্গাত্তক বক্তব্য প্রদান বা প্রচার করা যাবে না

১৫. অনুমোদিত স্থানের আশপাশসহ রাজ্জয় কোন অবস্থাতেই সমবেত হওয়াসহ যান ও জন চলাচলে কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না

১৬. আইন-শৃঙ্খলা পরিপন্থি ও জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কার্যকলাপ করা যাবে না

১৭. রাষ্ট্রে বিরোধী কোন কার্যকলাপ ও বক্তব্য প্রদান করা যাবে না

১৮. উস্কানীমূলক কোন বক্তব্য প্রদান বা প্রচারপত্র বিলি করা যাবে না, প্রতিদ্বন্ধী কোন গ্রুপকে টার্গেট করে বক্তব্য প্রদান করে উত্তেজনা ছড়ানো যাবে না

১৯. ছোট গাড়ি, মটর বাইক পার্কিং এর জন্য নির্ধারিতস্থানে গাড়ী পার্কিং করতে হবে, মূল সড়কে কোন গাড়ী পার্কিং করা যাবে না

২০. মহাসম্মেলন স্থলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে আয়োজনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন ২১) সকাল ০৬:০০ ঘটিকার পরে বাস বা ট্রাক শহরে প্রবেশ করানো যাবে না, ঢাকার প্রবেশমুখে নির্ধারিত পার্কিং মাঠে পার্কিং ব্যবস্থা করতে হবে

২২. উল্লিখিত শর্তাবলী যথাযথভাবে পালন না করলে তাৎক্ষনিকভাবে এই অনুমতির আদেশ বাতিল বলে গণ্য হবে

২৩. জনস্বার্থে কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এই অনুমতির আদেশ বাতিল করার ক্ষমাতা সংরক্ষণ করেন।

উল্লেখ্য, দেশের নতুন পরিস্থিতিতে দাওয়াত ও তাবলীগের মেহনত কওমি মাদরাসাগুলোর হেফাজত ও দ্বীনি জিম্মাদারী আরো সুচারুরূপে রক্ষণাবেক্ষণের লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ