মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী ময়মনসিংহে ইসলামি বইমেলা শুরু ১৩ নভেম্বর ভারতের পুনে দুর্গে নামাজ আদায় করা নিয়ে দেশভর তোলপাড় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শায়খে চরমোনাই কুমিল্লা থেকে প্রকাশিত 'বাংলাদেশ' নামের পত্রিকা : স্বাধীনতার ৩৩ বছর আগের এক ঐতিহাসিক দলিল ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল হওয়ার খবরটি ভুল : পররাষ্ট্র উপদেষ্টা নাতির কাছে কায়দা শিখছেন অভিনেতা মিশা সওদাগর জামায়াত সেক্রেটারি পরওয়ারের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ: এনসিপি ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস এ৩৩০ সম্পন্ন হলো আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক

জনসাধারণের প্রত্যাশার সরকার চাই : সাধারণ আলেম সমাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
উপস্থিত রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও ধর্মপ্রাণ নাগরিক

|| মুহাম্মাদ ইয়ামিন || 

সাধারণ আলেম সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো জনসাধারণের প্রত্যাশায় আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা। এরই মধ্য দিয়ে সাধারণ আলেম সমাজের এ সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইল মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে সংগঠনটির আহ্বায়ক মাওলানা রিদওয়ান হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আত্মপ্রকাশ বক্তব্যে মাওলানা রিদওয়ান হাসান বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ আন্দোলন ও চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে সামনের সাড়িতে লড়াই করেছে সাধারণ আলেম সমাজ। ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের সামনে জনসাধারণের আকাঙ্ক্ষার যে রাষ্ট্র পুনর্গঠনের সম্ভাবনা হাজির করেছে, তা বাস্তবায়নের লক্ষ্যে এখনও আন্দোলন-সংগ্রাম অব্যাহত রেখেছে। জনসাধারণের প্রত্যাশা বাস্তবায়ন না হলে ঘরে ফিরবে না সাধারণ আলেম সমাজ। এ বক্তব্য দেওয়া হয় সাধারণ আলেম সমাজের এ সংগঠনটি থেকে।

অনুষ্ঠানে আলোচকরা রাষ্ট্র পুনর্গঠনের অংশ হিসেবে দেশের প্রতিটি সংস্কার কমিশনে আলেম প্রতিনিধি রাখার দাবি জানান এবং দেশ সংস্কারের নামে বৈশ্বিক কোনো মতাদর্শ অনুপ্রবিষ্ট না করার আহ্বান জানান। এ সময়ে জনসাধারণের মৌলিক প্রত্যাশার কথা তুলে ধরে দেশের সংবিধান, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি এবং বৈষম্য নিরসনে লিখিত দাবি ও প্রস্তাব তুলে ধরেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ মাওলানা লিয়াকত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. গোলাম রাব্বানী, জননন্দিত লেখক মাওলানা যাইনুল আবিদীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দায়ী প্রফেসর মুখতার আহমদ, আইএফআই কনসাল্টেন্সির পরিচালক মুফতি আব্দুল্লাহ মাসুম, সিয়ান পাবলিকেশন্সের চিফ ইন এডিটর আবু তাসমিয়া রফিক আহমদ, বিশিষ্ট লেখক ডা. শামসুল আরেফিন শক্তি, কবি সাইফ সিরাজ, মুফতি রেজাউল করীম আবরার, হামজা শহিদুল ইসলাম, আলহাজ্ব ইমরানুল বারী সিরাজী ও সোশাল একটিভিস্ট ও দাঈ মুহাম্মাদ ইয়ামিনসহ দেশের শীর্ষ আলেম লেখক-বুদ্ধিজীবী, সাংবাদিক, এক্টিভিস্ট।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ