শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

পরীক্ষা শেষে নাড়ির টানে বাড়ি ফিরছে মাদরাসা শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

|| আদিয়াত হাসান ||

দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষে আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে ছুটিতে যাচ্ছে দেশের অধিকাংশ কওমি মাদরাসা।

গত সপ্তাহের মাঝামাঝি ও শেষের দিকে শুরু হয় দ্বীনি শিক্ষার সূতিকাগারখ্যাত কওমি মাদরাসাগুলোর দ্বিতীয় সাময়িক পরীক্ষা। পরীক্ষা শেষে ক্লান্তি ঝেরে নিতে এক সপ্তাহের মতো ছুটি পাচ্ছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

তবে কিছু কিছু প্রতিষ্ঠানে চলমান অবরোধের  ঝামেলা এড়াতে চলতি সপ্তাহের মাঝামাঝিতে ছুটি দেওয়া হয়। এছাড়া কিছু প্রতিষ্ঠান আগামী সপ্তাহের মাঝামাঝিতে ছুটি হবে।

একসপ্তাহের মতো এই ছুটি কীভাবে কাটানো হবে? জানতে চেয়েছিলাম কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা বেশ কয়েকজন শিক্ষার্থীর কাছে। তারা জানান, বন্ধের আগে আমাদেরকে উস্তাদগণ বেশকিছু পরামর্শ দিয়ে থাকেন বন্ধ কাটানোর বিষয়ে। উস্তাদগণ বলেছেন, ছুটিতে মা-বাবার খেদমত, প্রতিবেশীদের খোঁজ-খবর, প্রয়োজনীয় কাজগুলো সম্পাদন, এলাকায় দ্বীনি কাজের সার্বিক খোঁজ-খবর নেওয়াসহ নানা কাজে এই সময় অতিবাহিত করার জন্য। আমরা সেভাবেই ছুটি অতিবাহিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

এদিকে, দেশের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত থাকায় সতর্কতার সঙ্গে যানবাহনে চলাচলের আহ্বান জানিয়েছেন বেশ কয়েকজন মাদরাসা শিক্ষক। তারা জানান, ছাত্ররা যেন বের হওয়ার সময় স্টুডেন্ট আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন, প্রয়োজনীয় মোবাইল নাম্বারসহ জরুরি কাগজপত্র সঙ্গে নিয়ে বের হয়।

তাছাড়া কোনো অপ্রীতিকর অবস্থার মুখোমুখী হলে যেন ভরকে না গিয়ে স্বাভাবিক থেকে বিষয়গুলো সমাধান করে সেই আহ্বানও জানান তারা।

কেএল/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ