বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ৩০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী ময়মনসিংহে ইসলামি বইমেলা শুরু ১৩ নভেম্বর ভারতের পুনে দুর্গে নামাজ আদায় করা নিয়ে দেশভর তোলপাড় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শায়খে চরমোনাই কুমিল্লা থেকে প্রকাশিত 'বাংলাদেশ' নামের পত্রিকা : স্বাধীনতার ৩৩ বছর আগের এক ঐতিহাসিক দলিল ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল হওয়ার খবরটি ভুল : পররাষ্ট্র উপদেষ্টা নাতির কাছে কায়দা শিখছেন অভিনেতা মিশা সওদাগর জামায়াত সেক্রেটারি পরওয়ারের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ: এনসিপি ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস এ৩৩০ সম্পন্ন হলো আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক

হাফেজ্জী হুজুর রহ. পাঠাগারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার অর্ন্তগত হোসেন্দী ইউনিয়নে অবস্থিত হাফেজ্জী হুজুর রহ. পাঠাগারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রবিবার ২৩ এপ্রিল ২০২৩ হোসেন্দী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১৬০ এর অধিক পরিবারে ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন হোসেন্দী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব রকিব উদ্দীন মোশায়ের।

উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াচাপড়া চিনিকল হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব আমজান হোসেন তরুণ, বিশিষ্ট সমাজসেবক নাজমুল কবির আলমগীর, রেজুয়ানুল হক আকন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাঠাগার পরিচালনা কমিটির পক্ষ থেকে মুনঈম খান বলেন, এলাকাবাসীর সার্বিক সহযোগিতা পেলে হাফেজ্জী হুজুর রহ. পাঠাগার একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত হবে এবং পাঠাগারের লক্ষ্য আদর্শ সমাজ বিনির্মাণ তরাণ্বিত হবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে হাফেজ্জী হুজুর রহ. পাঠাগার এলাকার মানুষের আস্থা অর্জন করেছে। ঈদ উপহার বিতরণ করা ছাড়াও পাঠাগার কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করে। স্বেচ্ছায় রক্তদান, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, দরিদ্র রোগীদের আর্থিক সাহায্য প্রদান, বৃক্ষরোপন ইত্যাদি সেবামূলক কর্মসূচি গ্রহন করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ