সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৭ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা বাইডেনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। ২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন বাইডেন।

ডেমোক্রাটিক পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন তিনি। আত্মতুষ্টির জন্য নয় বরং আমেরিকাকে পুণরুদ্ধারের জন্য আবারও নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন বাইডেন।

আগামী নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচনি প্রচারণার সঙ্গী হওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এখনও পর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে মনোনয়নের জন্য কোনও বড় প্রতিদ্বন্দ্বী নেই বাইডেনের। অর্থাৎ প্রেসিডেন্ট পদে প্রার্থীতার জন্য বাইডেনের পদ প্রায় নিশ্চিত।

তবে সাম্প্রতিক জরিপ বলছে, ৭০ শতাংশ আমেরিকান এবং অর্ধেকেরও বেশি ডেমোক্র্যাট চায় না জো বাইডেন আবারও নির্বাচন করুক। এক্ষেত্রে বাইডেনের বয়সকেই বড় প্রতিবন্ধকতা বলে মনে করছেন বিরোধীরা। ইতোমধ্যে ৮০ বছর বয়সী জো বাইডেন মার্কিন ইতিহাসের সবচেয়ে বয়োজেষ্ঠ্য প্রেসিডেন্ট। পরেরবারও তিনি নির্বাচিত হলে ২০২৯ সালে দ্বিতীয় মেয়াদ পূর্ণ করার পর তাঁর বয়স হবে ৮৬ বছর।

এদিকে, রিপাবলিকান পার্টির পক্ষ থেকে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য প্রচারণা শুরু করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বছরের ৫ই নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ