মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী ময়মনসিংহে ইসলামি বইমেলা শুরু ১৩ নভেম্বর ভারতের পুনে দুর্গে নামাজ আদায় করা নিয়ে দেশভর তোলপাড় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শায়খে চরমোনাই কুমিল্লা থেকে প্রকাশিত 'বাংলাদেশ' নামের পত্রিকা : স্বাধীনতার ৩৩ বছর আগের এক ঐতিহাসিক দলিল ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল হওয়ার খবরটি ভুল : পররাষ্ট্র উপদেষ্টা নাতির কাছে কায়দা শিখছেন অভিনেতা মিশা সওদাগর জামায়াত সেক্রেটারি পরওয়ারের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ: এনসিপি ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস এ৩৩০ সম্পন্ন হলো আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক

ভোলায় হিফজুল কুরআন প্রতিযোগিতার ‘গ্রান্ড ফাইনাল’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার
ভোলা প্রতিনিধি

‘কুরআন পড়ুন, কুরআন বুঝুন’ স্লোগান নিয়ে ভোলায় দালালপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতার ‘গ্রান্ড ফাইনাল’ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন হাফেজ শামীম এবং প্রথম রানার্স আপ ইব্রাহিম হোসেন ও দ্বিতীয় রানার্স আপ গোলাম আকবর হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ রমজান) সকাল ১০টায় বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন মাদরাসা মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়ে শেষ হয় বিকেল ৩টায়। এটি ভোলা জেলার সবচেয়ে বড় হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন বলে জানিয়েছে আয়োজকরা।

অনুষ্ঠানে দালালপুর উন্নয়ন ফউন্ডেশনের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। বিশেষ অতিথি ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো: রফিকুল ইসলাম।

ভোলার সাতটি উপজেলায় অডিশন থেকে বাছাই করা ১৭ জন হাফেজ গ্রান্ড ফাইনালে অংশ নেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বোরহাউদ্দিন উপজেলার হাফেজ মো: শামীম পেয়েছেন নগদ ৫০ হাজার টাকা, প্রথম রানার্স আপ লালমোহনের ইব্রাহিম হোসেন পেয়েছেন নগদ ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার্স আপ বোরহাউদ্দিন উপজেলার গোলাম আকবর পেয়েছেন নগদ ২০ হাজার টাকা। এছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগী পেয়েছেন নগদ টাকা, ক্রেস্ট ও নতুন পোশাক।

অনুষ্ঠান পরিচালনা করেন হিফজুল কুরআন প্রতিযোগিতার সমন্বয়ক অধ্যাপক মাওলানা মাকসুদ উল্লাহ। গ্রান্ড ফাইনালে বিচারক ছিলেন বোরহানউদ্দিন কামিল মাদরাসার উপাধ্যক্ষ এ এইচ এম অলিউল্যাহ, হাকিমউদ্দিন ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো: সামছুল হক ও মাওলানা মো: মোখলেছুর রহমান, বরিশাল হাকীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক হাফেজ মো: মাইনুদ্দীন, ভোলা ব্রাইট ন্যাশন হেফজুল কুরআন অ্যাকাডেমির প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, ভোলা পাওয়ার প্লান্ট সরকারি জামে মসজিদের খতিব হাফেজ মুফতি মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন দালালপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সাখাওয়াত হোসাইন, সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান, টবগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন হাওলাদার, বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার, হাকিমউদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আল আমিন, পশ্চিম বিশারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাওয়ার্দী হাওলাদার, দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো চিফ আযাদ আলাউদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এস এম জসিম, বোরহানউদ্দিন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ আকরাম ও সাধারণ সম্পাদক মো: হাসনাইন, যুগ্ম-সম্পাদক এম এম এ বাশার, সাংগঠনিক সম্পাদক উজ্জল হাওলাদার, দৈনিক ভোরের ডাকের সিনিয়র রিপোর্টার নাজিউর রহমান সোহেল, দ্যা বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টার শাহীন হাওলাদার, দৈনিক তৃতীয় মাত্রার হাসনাইন আহমেদ হাওলাদার, মির্জাকালু ফাজিল মাদরাসার প্রভাষক মাওলানা তৈয়্যব হোসাইন, প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, দালালপুর উন্নয়ন ফাউন্ডশনের কর্মকর্তা সাখাওয়াত হোসেন, ওয়ালীউল্লাহ জুয়েল, আবদুল মান্নান ফারুকী প্রমুখ।

চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজরা হলেন ভোলা সদরের মোহাম্মদ হাবিবুল্লাহ, মো: রবিউল আলম, মো: হাবিবুর রহমান, দৌলতখানের মো: মাসউদুর রহমান, গোলাম আকবর আজমীর, তজুমদ্দিনের মো: ওমর ফারুক, মো: মাহিম, মনপুরার মো: জিহাদুল ইসলাম, মো: তাজুল ইসলাম, বোরহানউদ্দিনের মো: নকিবুল ইসলাম, সিফাতুল্লাহ, মো: তরিকুল ইসলাম, মো: শামীম, লালমোহনের মো: ইব্রাহিম হোসাইন, মো: রায়হান, চরফ্যাশনের মো: আরাফাত ও মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে দালালপুর উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ ও মানবিক সহায়তার আওতায় দু’জনকে ১০ হাজার করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানটি ক্যাবল টিভির মাধ্যমে পুরো ভোলায় লাইভ সম্প্রচার করা হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ