রবিবার, ১৯ মে ২০২৪ ।। ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১১ জিলকদ ১৪৪৫


নাটোরে অপহরণ ও ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড ৬, যাবজ্জীবন ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাটোরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড ও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (৫ এপ্রিল) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো—সাব্বির হোসেন, রেজাউনুল ইসলাম, নাজমুল হক, রাজিবুল ইসলাম, মোহাম্মদ রিপন ও মো. শহিদুল।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, মনিরুল ইসলাম, খায়রুল ইসলাম, আতাউল ইসলাম ও রেজাউল করিম।

মামলার নথি অনুযায়ী, আসামিরা ২০১২ সালের ১৯ অক্টোবর নাটোরের বড়াইগ্রাম এলাকায় অবস্থিত রাজশাহী সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে অপহরণ করে। তাকে সিংড়ার পেট্রোবাংলা ও পরবর্তীতে কলম গ্রামে নিয়ে গিয়ে আসামিরা সংঘবদ্ধ ধর্ষণ করে।

-একে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ