রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭

শিরোনাম :
দ্বিতীয় দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের দুই প্রার্থী বৈধতা পেলেন মোসাব্বির হত্যার শুটার ও সমন্বয়কারীসহ চারজন গ্রেপ্তার দুই দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১০৯ জন ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে: হাসনাত আবদুল্লাহ গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করুন: পীর সাহেব চরমোনাই বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা দ্বিতীয় বিয়েতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ফরিদপুরে পাঁচ শতাধিক কর্মীসহ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিলেন ৫ নেতা অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারের নির্দেশনা

খুলনায় বিএনপি’র ৮শ’ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ
খুলনা প্রতিনিধি

পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে খুলনায় বিএনপির ৮০০ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার (১ এপ্রিল) রাতে খুলনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার দাস বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এ মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, নগর ছাত্রদলের আহ্বায়ক ইস্তিয়াক হোসেন ইস্তিসহ ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ে ৮০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, গত শনিবার দুপুরে নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। বিএনপি নেতাকর্মীরা খণ্ড মিছিল সহকারে সেখানে যাওয়ার সময় পুলিশ তাদের উপর হামলা ও লাঠিচার্জ করে। একপর্যায়ে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া দেয় এবং তাদের উপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বিএনপির ১২ নেতাকর্মী আহত হন।

এজাহারেভুক্ত ৫৯ আসামী হলেন- ইশারাত ইসলাম (২৩), শেখ কামাল উদ্দিন, মোঃ জালাল হোসেন (৩৫), মোঃ রাজু শেখ (২৮), আব্দুল হাই রুমি (৪৬), দেলোয়ার হোসেন জসিম (৩৪), মিজানুর রহমান (৩২), আজিজুল বারী হেলাল (৫২), আমির এজাজ খান (৫৮), শফিকুল আলম তুহিন (৫৫), মনিরুল হাসান বাপ্পি (৫৪), তরিকুল ইসলাম জহির (৫৫), মাহাবুব হাসান পিয়ারু (৪৫), মোঃ ইসতিয়াক আহম্মেদ ইস্তি (২৮), মোঃ তাজিম বিশ্বাস (২৮), আব্দুল মান্নান মিস্ত্রী (৩২), মোঃ মাসুদ পারভেজ বাবু (৩৫), হেলাল আহম্মেদ সুমন (৩৮), একরামুল হক হেলাল (৪৫), মোঃ নাজমুল হুদা চৌধুরী সাগর (৪২), ইবাদুল হক রুবায়েত (৩৬), মোঃ মতিউর রহমান বুলেট (৪৫), চৌধুরী হাসানুর রশিদ মিরাজ (৪৫), কিমিয়া সাদাত (৩৪), শেখ সাদী (৩৮), হেলাল হোসেন গাজী (৩৩), বেলাল হোসেন গাজী (৩০), মোঃ ফরিদ মোল্যা(৪৮), নাইম (৪০), গাউসুল গাউস (৪৫), মোঃ রবি (৩৮), মোঃ জামাল (৪৫), খান জুলফিক্কার আলী জুলু (৫০), মোঃ নাছিম (৪০), আমিন (৩৫), আসাদ মৃধা (৪৫), টুকু (৪৫), কবির ফরাজী (৩৫), সেলিম হোসেন মন্টু (৪৫), গাজী আফসার (৪৫), শহীদ খান (৫০), বাদশা ইসলাম (৪৮), সৈয়দ সাজ্জাদ হোসেন পরাগ (৫০), শেখ খায়রুল ইসলাম হিরু (৫০), শেখ জামাল উদ্দিন(৫৫), নুর আলম নুরু (৪৫), রিয়াজুল কবির (৪২), সোহেল (৪২), সৈয়দ মোঃ জুয়েল জুলু (৩৫), রফিকুল ইসলাম শান্ত (৪০), মিজানুর রহমান বাবু (৪২), মোঃ দেলোয়ার হোসেন খান (৪৩), শেখ মির্জা মাহামুদ (৪৮), কাজী মোঃ মিজানুর রহমান (৪৮), মোঃ আলামিন শেখ (৪৫), হুমায়ুন কবির পলাশ (৪৩), মোঃ সাহিদুল ইসলাম (৫১), মফিজুল সরদার, মাফিজুল (৪৫) ও শেখ মোঃ আব্দুল্লাহেল কাফি ওরফে শখা (৩৮)।

তবে খুলনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, বিএনপি নেতাকর্মীরা পুলিশের অনুমতি না নিয়েই অবস্থান কর্মসূচির আয়োজন করে। তাদেরকে কর্মসূচি পালনে বাধা দেওয়ায় তারা পুলিশের উপর হামলা চালায়।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার দাস বলেন, এ মামলায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ এপ্রিল) বিকেলে মহানগরীর কেডিঘোষ রোডের বিএনপি অফিসের সামনে বিদ্যুৎ, গ্যাসসহ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় বিএনপির ১২ নেতাকর্মী আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ