শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

১৭ দিন ধরে নিখোঁজ কোরআনের হাফেজ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন এক কোরআনের হাফেজ। তার নাম অলিদ আহমদ (১৮)। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ছোট দিঘলী গ্রামের আবুল হোসেনের ছেলে। গত ৯ মার্চ বাড়ি থেকে মাদরাসার ছাত্রাবাসের উদ্দেশ্যে বেরুনোর পর আর সন্ধান মিলছেনা তার।

এ ঘটনায় তার পরিবারের লোকজন থানায় গেলেও রহস্যজনক কারণে সাধারণ ডায়েরি দায়ের করেননি। তবে অলিদের পরিবারের দাবি, সাধারণ ডায়েরি গ্রহণ না করে কয়দিন পর থানায় যেতে বলেছে পুলিশ।

অলিদের মা আফিয়া বেগম জানান, তার পুত্র অলিদ উপজেলার কামালবাজার এলাকার শস্যউরা মাদরাসা থেকে কোরআনের হিফজ সম্পন্ন করেন। দাওরা দিতে গেল ৩-৪ মাস পূর্বে ভর্তি হন স্থানীয় তালিবপুর এলাকার রাগীব আলী মাদরাসায় (আবাসিক)। ৬ মার্চ শবে বরাত উপলক্ষে মাদরাসা তিন দিনের ছুটি হলে চলে আসেন বাড়ি। ছুটি শেষে ৯ মার্চ মাদরাসার ফের ছাত্রাবাসের উদ্দেশ্যে বাড়ি ছাড়েন আলিদ। এর ৫ দিন পর পরিবারের সাথে কোন যোগাযোগ না করায়, তারা মাদরাসায় ফোন করে জানতে পারেন মাদরাসায় যাননি তিনি। এরপর অত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি তার।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, বিষয়টি সর্ম্পকে আমি জ্ঞাত নই। থানায় আসলে পুলিশ জিডি গ্রহণে সর্বদা প্রস্তুত। বিষয়টি আমি খতিয়ে দেখছি।

কেএল/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ