বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ।। ৩ পৌষ ১৪৩২ ।। ২৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মাওলানা খালেদ সাইফুল্লাহকে একটি প্রাডো ব্র্যান্ডের গাড়ি উপহার দিয়েছেন এক ভক্ত তারেক রহমানের ফ্লাইটে দেশে ফিরতে নেতাকর্মীদের হিড়িক, সব টিকিট বিক্রি নির্বাচনকে কেন্দ্র করে ভারতের 'নসিহত' অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে ‘মামলা না থাকলেও’ গ্রেপ্তারের নির্দেশ ৬ দফা দাবিতে ঐক্যবদ্ধ বিবৃতি দিল ছাত্রশিবিরসহ ১৮ ছাত্রসংগঠন ২০ ফেব্রুয়ারি শুরু একুশে বইমেলা আশার বাণী নয়, প্রধান উপদেষ্টার কাছে মানুষ পদক্ষেপ দেখতে চায়: অধ্যক্ষ ইউনুস মাওলানা জুনায়েদ আল হাবীবকে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেমদের সমর্থন এমন কিছু ঘটবে যা সারাদেশ কাঁপাবে, বান্ধবীকে শুটার ফয়সাল দাড়ি-টুপিকে রাজাকারের প্রতীক বানানোর ইস্যুতে হেফাজতের তীব্র প্রতিবাদ

১৭ দিন ধরে নিখোঁজ কোরআনের হাফেজ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন এক কোরআনের হাফেজ। তার নাম অলিদ আহমদ (১৮)। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ছোট দিঘলী গ্রামের আবুল হোসেনের ছেলে। গত ৯ মার্চ বাড়ি থেকে মাদরাসার ছাত্রাবাসের উদ্দেশ্যে বেরুনোর পর আর সন্ধান মিলছেনা তার।

এ ঘটনায় তার পরিবারের লোকজন থানায় গেলেও রহস্যজনক কারণে সাধারণ ডায়েরি দায়ের করেননি। তবে অলিদের পরিবারের দাবি, সাধারণ ডায়েরি গ্রহণ না করে কয়দিন পর থানায় যেতে বলেছে পুলিশ।

অলিদের মা আফিয়া বেগম জানান, তার পুত্র অলিদ উপজেলার কামালবাজার এলাকার শস্যউরা মাদরাসা থেকে কোরআনের হিফজ সম্পন্ন করেন। দাওরা দিতে গেল ৩-৪ মাস পূর্বে ভর্তি হন স্থানীয় তালিবপুর এলাকার রাগীব আলী মাদরাসায় (আবাসিক)। ৬ মার্চ শবে বরাত উপলক্ষে মাদরাসা তিন দিনের ছুটি হলে চলে আসেন বাড়ি। ছুটি শেষে ৯ মার্চ মাদরাসার ফের ছাত্রাবাসের উদ্দেশ্যে বাড়ি ছাড়েন আলিদ। এর ৫ দিন পর পরিবারের সাথে কোন যোগাযোগ না করায়, তারা মাদরাসায় ফোন করে জানতে পারেন মাদরাসায় যাননি তিনি। এরপর অত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি তার।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, বিষয়টি সর্ম্পকে আমি জ্ঞাত নই। থানায় আসলে পুলিশ জিডি গ্রহণে সর্বদা প্রস্তুত। বিষয়টি আমি খতিয়ে দেখছি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ