রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ।। ৩ কার্তিক ১৪৩২ ।। ২৭ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহর কুরআন পাঠ ও প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নারীদের জয়জয়কার হারামাইনে এক সপ্তাহে প্রায় দেড় কোটি মুসলিমের আগমন খুলনায় বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা হারিয়েছে বাংলাদেশি পাসপোর্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ভোলায় ১৯টি মাছের আড়ত ‘জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নাগরিকদের সমঅধিকার নিশ্চিত করবে ’ ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সন্দ্বীপের ৭ প্রবাসীর জানাজায় জনতার ঢল রাফাহ ক্রসিং বন্ধের ঘোষণা নেতানিয়াহুর, হুমকির মুখে যুদ্ধবিরতি চুক্তি অনুমতি ছাড়া নারীর ছবি পোস্ট: জরিমানা গুনতে হলো সাড়ে ৬ লাখ রাজধানীতে নারী সংবাদকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

সকালেই দেখা গেছে রমজানের চাঁদ আমিরাতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার সকাল ৮টা ১৫ মিনিটে চাঁদের ছবি তোলে সেটি প্রকাশ করে দেশটিতে অবস্থিত আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি)। এতে দেশটিতে বৃহস্পতিবার থেকে রোজা শুরু।

আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে থাকা আইএসির অ্যাসট্রোনোমিক্যাল সিল অবজারভেটরির মাধ্যমে সকাল ৮টার পর রমজানের চাঁদের প্রথম ছবি তোলা হয়। এরপর সকাল ১০টা ৩৫ মিনিটে ১৪৪৪ হিজরি সনের রমজান মাসের চাঁদের আরও পরিষ্কার ছবি পাওয়া যায়।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ওদেহসহ তিনজন বিশেষজ্ঞ চাঁদের ছবিগুলো তোলেন। ওই ছবিতে আকাশে পরিষ্কারভাবে চাঁদটিকে দেখা যায়।

সংবাদমাধ্যম খালিজ টাইমসের কাছে জ্যোতিবির্দা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ওদেহ বলেছেন, ‘অর্ধচন্দ্র ওঠার পরই এটি যে কোনো সময় দেখা যায়। যা আজ হয়েছে (নতুন চাঁদটি ওঠেছে) সকাল ৬টা ৫১ মিনিটে। কিন্তু সূর্যের উজ্জল আলোর কারণে চাঁদ এবং তারা দিনের বেলা দেখা যায় না। এ কারণে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়।’

তিনি আরও বলেছেন, ‘আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র দিনের বেলা চাঁদ দেখার জন্য শক্তিশালী ক্যামেরা ব্যবহার করেছে। এটি করা হয়েছে অ্যাস্ট্রো ইমাজিং পদ্ধতির মাধ্যমে।’

এই কর্মকর্তা আরও জানিয়েছেন, ‘বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ আজ চাঁদ দেখার চেষ্টা করবে। আর আমরা আগেই চাঁদের ছবি তুলতে সক্ষম হওয়ায় তারা জানতে পারবে চাঁদ ইতোমধ্যে ওঠে গেছে এবং তারা এটি দেখার চেষ্টা করবে।’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ