শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

মাটিরাঙ্গায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আহবায়ক কমিটি গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি মাটিরাঙ্গা শাখার আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার ২০মার্চ) বাদে এশা দারুল উলুম মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার পরিচালক মাওলানা আক্তারুজ্জামান ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা নুরুল কবির আরমান।

আলোচনা অংশগ্রহণ করেন মাওলানা আবু সাঈদ, মাওলানা আবুল খায়ের, মাওলানা জুনায়েদ, মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা মুফতি আল আমিন হাবিবী, মাওলানা শাহরিয়ার কবির নাজিম, মাওলানা ইলিয়াস আমিনী,হাফেজ মুজিবুর রহমান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্য মুফতি ইমাম উদ্দিন কাসেমী বলেন,জাতির দুর্দিনে আদর্শ সমাজ বিনির্মাণে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ অগ্রণী ভূমিকা পালন করছে। ইমামতি ও শিক্ষকতার পাশাপাশি আমাদেরকে দেশ, জাতি, ইসলাম ও মানুষের কল্যাণে কাজ করা প্রয়োজন। তিনি সকলকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পরে মাওলানা আখতারুজ্জামান ফারুকীকে আহবায়ক, মাওলানা মাওলানা আবু সাঈদ ও মাওলানা আবুল খায়েরকে যুগ্ন আহবায়ক,মাওলানা দেলোয়ার হোসাইনকে সদস সচিব,মাওলানা মুফতি আল আমিন হাবিবীকে যুগ্ন সদস্য সচিব, মাওলানা আল আমিনকে যুগ্ন সদস্য সচিব,মাওলানা ইলিয়াস আমিনী ও মাওলানা জুনায়েদকে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ