বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাঁথার সূত্র ধরেই উন্মোচিত হলো মাদরাসাছাত্র হত্যার রহস্য, গ্রেপ্তার সহপাঠী ফিলিস্তিনি বন্দিদের অনেক লাশে ‘নির্যাতন ও হত্যার চিহ্ন স্পষ্ট’: দ্য গার্ডিয়ান যে দোয়া পড়লে স্মরণশক্তি বাড়ে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ইস্যুতে জাতীয় সেমিনার শনিবার সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হলেন শেখ সালেহ আল-ফাওজান সৌদির নতুন গ্র্যান্ড মুফতিকে শায়খ সুদাইসের অভিনন্দন হিন্দুত্ববাদী নেতার পোস্টের পর গুজরাটে মুসলিমদের বাড়িঘরে অগ্নিসংযোগ এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের আবেদন আজ শেষ সংঘাতের সময় কাবুল ও ইসলামাবাদের মধ্যে মধ্যস্থতা করেছে ওয়াশিংটন যে তিন চোখের জন্য জাহান্নাম হারাম

মাটিরাঙ্গায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আহবায়ক কমিটি গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি মাটিরাঙ্গা শাখার আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার ২০মার্চ) বাদে এশা দারুল উলুম মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার পরিচালক মাওলানা আক্তারুজ্জামান ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা নুরুল কবির আরমান।

আলোচনা অংশগ্রহণ করেন মাওলানা আবু সাঈদ, মাওলানা আবুল খায়ের, মাওলানা জুনায়েদ, মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা মুফতি আল আমিন হাবিবী, মাওলানা শাহরিয়ার কবির নাজিম, মাওলানা ইলিয়াস আমিনী,হাফেজ মুজিবুর রহমান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্য মুফতি ইমাম উদ্দিন কাসেমী বলেন,জাতির দুর্দিনে আদর্শ সমাজ বিনির্মাণে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ অগ্রণী ভূমিকা পালন করছে। ইমামতি ও শিক্ষকতার পাশাপাশি আমাদেরকে দেশ, জাতি, ইসলাম ও মানুষের কল্যাণে কাজ করা প্রয়োজন। তিনি সকলকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পরে মাওলানা আখতারুজ্জামান ফারুকীকে আহবায়ক, মাওলানা মাওলানা আবু সাঈদ ও মাওলানা আবুল খায়েরকে যুগ্ন আহবায়ক,মাওলানা দেলোয়ার হোসাইনকে সদস সচিব,মাওলানা মুফতি আল আমিন হাবিবীকে যুগ্ন সদস্য সচিব, মাওলানা আল আমিনকে যুগ্ন সদস্য সচিব,মাওলানা ইলিয়াস আমিনী ও মাওলানা জুনায়েদকে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ