বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি নির্বাচনের দিনই গণভোটে দাবিতে অনড় : ড. মঈন খান কাঁথার সূত্র ধরেই উন্মোচিত হলো মাদরাসাছাত্র হত্যার রহস্য, গ্রেপ্তার সহপাঠী ফিলিস্তিনি বন্দিদের অনেক লাশে ‘নির্যাতন ও হত্যার চিহ্ন স্পষ্ট’: দ্য গার্ডিয়ান যে দোয়া পড়লে স্মরণশক্তি বাড়ে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ইস্যুতে জাতীয় সেমিনার শনিবার সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হলেন শেখ সালেহ আল-ফাওজান সৌদির নতুন গ্র্যান্ড মুফতিকে শায়খ সুদাইসের অভিনন্দন হিন্দুত্ববাদী নেতার পোস্টের পর গুজরাটে মুসলিমদের বাড়িঘরে অগ্নিসংযোগ এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের আবেদন আজ শেষ সংঘাতের সময় কাবুল ও ইসলামাবাদের মধ্যে মধ্যস্থতা করেছে ওয়াশিংটন

রমজান উপলক্ষে লন্ডনে বর্ণিল সাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদ দেখা সাপেক্ষে এ সপ্তাহের শেষ নাগাদ শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এ মাসের মহান বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে নতুন সাজে সেজেছে লন্ডনের ওয়েস্ট এন্ড। শহর কর্তৃপক্ষের সহায়তায় এমন বর্ণিল আলোকসজ্জার উদ্যোগ নিয়েছে লন্ডনের শিক্ষা বিষয়ক দাতব্য প্রতিষ্ঠান আজিজ ফাউন্ডেশন।

মিডল ইস্ট মনিটর সূত্রে জানা যায়, লন্ডনের কভেন্ট্রি শহরের সবচেয়ে ব্যস্ততম সড়ক পিকাডিলি ও লিসেস্টার স্কোয়ারকে সংযুক্ত করেছে। এসব সড়কে অর্ধচন্দ্রাকার চাঁদ, তারা ও ফানুস দিয়ে তৈরি করা হয় আলোকসজ্জা। তাতে ‘হ্যাপি রমজান’ লিখে স্বাগত জানানো হয়। সাধারণত রমজান মাসে মিসরসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এ ধরনের বর্ণি সাজসজ্জা দেখা গেলেও এবার লন্ডনেও তা দেখা গেল।

শুক্রবার (১৭ মার্চ) এক টুইট বার্তায় পিকাডিলি সার্কাসে বর্ণিল ঝাড়বাতির ছবি প্রকাশ করে আজিজ ফাউন্ডেশন। আয়েশা দিসাইয়ের তৈরি এই আলোকসজ্জার ছবির ক্যাপশনে ক্যাপশনে লেখা হয়, ‘পিকাডিলি সার্কাসে রমজান ঘিরে সুন্দর আলোকসজ্জার উদ্যোগে স্পন্সর করতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি, বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে সবাই স্থানটি পরিদর্শনে করবে এবং সংহতি উদ্যোগ উদযাপনে অংশ নেবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে রমজানকে ঘিরে লন্ডনের সাজসজ্জার এবারই প্রথম বলে বলেছেন সবাই। তাই এমন উদ্যোগের প্রশংসা করে ছবিগুলো শেয়ার করছেন এবং রমজানের শুভেচ্ছা জনাচ্ছেন। এমন উৎসবমুখর পরিবেশের ছবি দেখে আবেগাপ্লুত হয়ে পড়ছেন অনেকে।

এদিকে এমন বর্ণিল পরিবেশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করে মুগ্ধ করেছেন লন্ডনের দারুল উম্মাহ মসজিদের ইমাম ও খতিব শায়খ আশিক। টুইট বার্তায় সেন্ট্রাল লন্ডনে তিলাওয়াতের ভিডিও শেয়ার করেন সেখানকার খ্যাতিমান এই আলেম।

নতুন সাজে মুগ্ধতার কথা জানিয়ে টুইট বার্তায় জমজম ইবরাহিম লিখেছেন, ‘অনুগ্রহ করে এ ধরনের সাজসজ্জা আমি আরো চাই। আমাদের দেশের প্রাণকেন্দ্রের এমন আলোকসজ্জা সব সময় সবার সামনে তুলে ধরব।’ এদিকে অধ্যাপক ওয়াসিম হানিফ লিখেছেন, ‘ব্রিটেনের বৈচিত্রময়তা উদযাপনে কতই না সুন্দর উদ্যোগ।

সূত্র: মিডল ইস্ট মনিটর ও আলজাজিরা

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ