রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ।। ৩ কার্তিক ১৪৩২ ।। ২৭ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহর কুরআন পাঠ ও প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নারীদের জয়জয়কার হারামাইনে এক সপ্তাহে প্রায় দেড় কোটি মুসলিমের আগমন খুলনায় বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা হারিয়েছে বাংলাদেশি পাসপোর্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ভোলায় ১৯টি মাছের আড়ত ‘জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নাগরিকদের সমঅধিকার নিশ্চিত করবে ’ ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সন্দ্বীপের ৭ প্রবাসীর জানাজায় জনতার ঢল রাফাহ ক্রসিং বন্ধের ঘোষণা নেতানিয়াহুর, হুমকির মুখে যুদ্ধবিরতি চুক্তি অনুমতি ছাড়া নারীর ছবি পোস্ট: জরিমানা গুনতে হলো সাড়ে ৬ লাখ রাজধানীতে নারী সংবাদকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

৫৩ বছর দায়িত্ব পালন: মসজিদের ইমামকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন।।।
গাজীপুর প্রতিনিধি>

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ হাসান সাহেবের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মসজিদের ইমাম হাফেজ মোঃ হাসান সাহেবকে বিদায় জানাচ্ছেন মসজিদের কমিটির নেতৃবৃন্দ। দীর্ঘ ৫৩ বছর এক মসজিদে ইমামের দায়িত্ব পালনের পর ওই ইমামকে সংবর্ধনার মাধ্যমে আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়েছে। বিদায়কালে ১০ লাখ টাকা, ক্রেস্ট ও উপহার সামগ্রী দেওয়া হয়।

শনিবার ১৮ মার্চ উপজেলার গোসিংগা মধ্যমবাজার বেলা ৩ টার সময় মসজিদের ইমাম হাফেজ মোঃ হাসান সাহেবকে এই বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গোসিংগা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার ইসমাঈল আওয়ার ইসলামকে বলেন, আমার জানামতে ৫৩ বছর দায়িত্ব পালনকালে এক দিনও ছুটি নেননি ইমাম। আমাদের ইমাম সাহেবকে সংবর্ধনার মাধ্যমে সন্মানি দিয়ে বিদায় দেওয়ায় সত্যিই ভালো লাগলো।

ওই সময় কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছাইদুর রহমান শাহীনের সভাপতিত্বে ও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ মিনহাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল আলম প্রধান।

বিশেষ মেহমান আল্লামা আশেকে মোস্তফা সাহেব ও হযরত মাওলানা মোঃ হাফিজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গোসিংগা বাজার কমিটির সভাপতি বোরহান উদ্দিন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ