বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
 যারা আমাকে অপহরণ করেছে তাদের বাংলাদেশি মনে হয়নি জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: শায়খে চরমোনাই শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস ইন্ডিয়ার এজেন্ট ইসকন সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জোরালো সমর্থন ভারতীয় আগ্রাসন নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সর্বস্তরের ছাত্র জনতার মানববন্ধন প্রলোভনের ফাঁদ: 'কেন আমাদের সন্তানরা এত সহজে ধরা দেয়? দেশ গড়ায় কেবল নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী

নদীতে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাগুরার মহম্মদপুর উপজেলার দাতিয়াদহ গ্রামে মধুমতি নদীতে গোসল করতে নেমে ইয়ামিন শেখ (১২) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে মামাতো ভাইসহ কয়েকজন শিশুর সাথে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। এরপরে আজ শুক্রবার ওই নদী থেকে তার লাশ উদ্ধার হয়।

ইয়ামিন শেখ পার্শ্ববর্তী জেলা ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা এলাকার রাজ্জাক শেখের ছেলে। সম্প্রতি মাদরাসায় পড়ার জন্য সে মাগুরার বাবুখালী ইউনিয়নের দাতিয়াদহ গ্রামে মামা মুনসুর ফকিরের বাড়িতে যায়।

গত বুধবার স্থানীয় একটি মাদরাসায় চতুর্থ শ্রেণিতে ভর্তি হয় ইয়ামিন। বৃহস্পতিবার দুপুরে মামাতো ভাইসহ কয়েকজন শিশুর সঙ্গে নদীতে গোসল করতে নেমে এ দুর্ঘটনার শিকার হয় সে।

ইয়ামিনের মামা মুনসুর ফকির বলেন, 'বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আমার ছেলে ও স্থানীয় কয়েকজনের সাথে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে যায় ইয়ামিন। গোসলের একপর্যায়ে সে গভীর পানিতে ডুব দিয়ে তলিয়ে যায়। পরে তার সাথে থাকা আমার ছেলেসহ অন্যরা আমাদের বাড়িতে ইয়ামিনের নিখোঁজের খবর দেয়।'

তিনি আরও বলেন, 'স্থানীয় দমকল বাহিনীর সদস্যসহ আমরা নদীতে অনেক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করতে ব্যর্থ হই। পরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। আজ শুক্রবার খুলনা থেকে আসা দমকল বাহিনীর একটি ডুবুরি দল দুপুর ১২টার দিকে ইয়ামিনের লাশ উদ্ধার করেছে।'

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ