শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার ইসকন নিষিদ্ধের দাবিতে সাভারে ইত্তিহাদুল উলামার বিক্ষোভ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছেলের সাথে প্রাণ গেলো বাবার ইসকন নিষিদ্ধসহ সাত দফা দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১০ বিভাগীয় শহরে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ শনিবার ইসকন বাংলাদেশের জন্য অশনিসংকেত: ছাত্র জমিয়ত বাংলাদেশ

গ্রেপ্তার হচ্ছেন ইমরান খান?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামাবাদ ও পাঞ্জাব পুলিশ লাহোরে আজ রোববার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জামান পার্কের বাসায় গেছেন।

তোশাখানা মামলার শুনানিতে একটানা হাজির না হওয়ায় ইমরানকে গ্রেপ্তার করতে পুলিশ সেখানে অবস্থান করছেন বলে দেশটির প্রভাবশালী পত্রিকা ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি দেশটির এক জেলা ও দায়রা আদালত ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। নিউজ ইন্টারন্যাশনাল বলছে, পুলিশ সেখানে পৌঁছালে ইমরানের বাসভবনে অবস্থানরত সমর্থকরা বাধা দেন এবং বাড়ির দরজা খুলেননি।

জামান পার্কের বাইরে থেকে অবস্থানরত ইসলামাবাদের এক পুলিশ সাংবাদিকদের বলেছেন, বিচারিক আদেশেই তারা লাহোরে এসেছেন। তিনি জানান, তাদের বাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ওই কর্মকর্তা আরও বলেন, পুলিশ সুপারের (এসপি) নেতৃত্বে তারা জামান পার্কে এসেছেন। তিনি বলেন, আমাদের লাহোর পুলিশ সাহায্য করছে। প্রতিবেদনে বলা হয়েছে, জামান পার্কের দিকে আসা সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ব্যারিকেড বসানো হয়েছে।

ইসলামাবাদ পুলিশ এক টুইট বার্তায় বলেছে, তারা আদালতের নির্দেশে লাহোরে এসেছেন এবং ইমরান খানকে তাদের নিরাপত্তায় ইসলামাবাদে নিয়ে যাবেন।

যারা তাদের বাধা দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ইমরান খান গ্রেপ্তার এড়াচ্ছেন। এসপি ইমরানের রুমে গেলে তাকে সেখানে খুঁজে পাননি। এদিকে এই ঘটনায় পিটিআই-এর নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। ডন জানিয়েছে, তারা বিশাল বিক্ষোভের হুমকি দিচ্ছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ