শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তানে সশস্ত্র হামলায় শান্তি কমিটির ৭ সদস্য নিহত বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে কম্বোডিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস, নিহত ১৬ সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধারা বের হওয়ার পর ইসরায়েলের হামলা,  নিহত ৫ মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: প্রধান উপদেষ্টা দুবাই এয়ার শোতে ভারতের তৈরি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত শেওলা ইউনিয়নে ছাত্র জমিয়তের শীতবস্ত্র বিতরণ ভূমিকম্পের ছায়া, বাংলাদেশ হোক সচেতন ও প্রস্তুত মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ হারাল মেডিকেল শিক্ষার্থী ভূমিকম্পে বৈদ্যুতিক তারের ঘর্ষণে তুলা কারখানায় আগুন

মারকাজুত তাহফিজ ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা’র গ্র্যান্ড ফিনাল শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে ১ম আন্তর্জাতিক ও ১২ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা’র গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী শনিবার (৪ মার্চ) মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ব্রাহ্মণবাড়ীয়ার সরাইল উপজেলার বিশ্বরোড মোড় থেকে পশ্চিম দিকে অবস্থিত কুরআনিক বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মপ্রতিমন্ত্রী জনাব ফরিদুল হক খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহসভাপতি আল্লামা সাজিদুর রহমান।

গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে থাকবেন মিশরের খ্যাতিমান কারী শায়েখ সিদ্দিক আল মিনশাওয়ীর ছেলে কারী মাহমুদ শায়েখ সিদ্দিক আল মিনশাওয়ী ও হুফফাজুল কুরআন বাংলাদেশ’র সভাপতি শাইখুল হুফফাজ শায়েখ আব্দুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ, নূরানী, নাযেরা ও হিফজ মাদরাসার সিলেবাস লেখক শায়েখ নেছার আহমদ আন নাছিরী।

১ম আন্তর্জাতিক ও ১২ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা’র গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে কুরআন প্রেমী সব মানুষকে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন বিশ্বমানের হাফেজ তৈরির কারিগর হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী।

তিনি বলেন, হিফজুল কুরআন প্রতিযোগিতা’র এসব আয়োজন দিন দিন মানুষের মাঝে কোরআনপ্রেম বৃদ্ধি করছে। এছাড়া এসব আয়োজন থেকে তৈরি হচ্ছে বিশ্বজয়ী হাফেজ। গ্র্যান্ড ফিনাল যেন সুন্দরভাবে সম্পন্ন হয় এবং মানুষের মাঝে কোরআনপ্রেম জাগিয়ে তুলতে পারে সেই দোয়া চাই।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ