বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭


১১ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে কিশোরীকে জীবিত উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কে ভূমিকম্পের ২৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার ধ্বংসস্তূপের নিচ থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কিশোরীর নাম আলেয়েনা ওলমেজ।

তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটির খবরে বলা হয়েছে, তুরস্কের কাহরামানমারাসে এই ঘটনা ঘটে। উদ্ধারের সঙ্গে সঙ্গে আলেয়েনাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

সংবাদমাধ্যম আনাদোলুর সাথে কথা বলার সময় অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্য হ্যাসার অ্যাটলাস বলেন, তারা দীর্ঘ এবং ক্লান্তিকর প্রচেষ্টার পর আলেয়েনার কাছে পৌঁছান।

অ্যাটলাস বলেন, ‘প্রথমে আমরা তার হাত ধরি, তারপর আমরা তাকে টেনে তুলি। সে খুব ভালো অবস্থায় আছে এবং যোগাযোগ করতে পারছে। তার স্বাস্থ্য সম্পর্কে ভালো খবর মিলবে এই বিশ্বাসের কথা জানান তিনি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ