সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ।। ১১ কার্তিক ১৪৩২ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নবীজির সুন্নাহর মাঝেই শান্তি ও কামিয়াবি: মাওলানা আবদুল হাফিজ কাসেমী মনোনয়নপ্রত্যাশীদের যে বার্তা দিলেন তারেক রহমান গোপালগঞ্জে ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ব্যাংক কর্মকর্তা নিহত মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন সম্পন্ন বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের নবম বৈঠক চলছে ২২ ঘণ্টা পর উত্তরা-মতিঝিল রুটে চলল মেট্রোরেল  দক্ষিণ চীন সাগরে আধাঘণ্টার ব্যবধানে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত গাজা পুনর্গঠনের কাজে বাধা আছে ধ্বংসস্তূপে লুকিয়ে থাকা অবিস্ফোরিত বোমা ইউরোপ জমিয়তের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত বঙ্গোপসাগরে সৃষ্টি হলো ঘূর্ণিঝড় ‘মন্থা’

জীবিত-মৃত কাউকে পেলেই উদ্ধারকারীরা ‘আল্লাহু আকবার’ বলছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার তৎপরতা চলছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আদানায়ও তেমনি উদ্ধারকাজ চলছে। শহরটিতে যখন কোনো জীবিত মানুষকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করে, তখন উদ্ধারকারীরা ‘আল্লাহু আকবার’ বলে রব তোলেন। আবার কোনো মরদেহ পেলেও একই রব তোলেন উদ্ধারকারীরা। আদানা থেকে বিবিসির সংবাদদাতা কুয়েন্টিন সোমারভিল এমনটাই জানিয়েছেন।

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তুরস্ক-সিরিয়ার ভূমিকম্প নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।

জানা যায়, আদানায় ভারী যন্ত্রপাতি নিয়ে গতকাল সোমবার রাতভর উদ্ধার তৎপরতা চালান উদ্ধারকারীরা। ধসে যাওয়া ভবনগুলোতে উদ্ধারকাজ চালানোর জন্য বড় বৈদ্যুতিক বাতি ব্যবহার করছেন উদ্ধারকারীরা। মাঝেমধ্যে তারা কিছুটা বিরতি নেন। ভূমিকম্পের প্রভাবে পুরো দক্ষিণ তুরস্কজুড়ে যেখানে চোখ যায়, কংক্রিটের বড় বড় স্লাব দেখা যায়।

কুয়েন্টিন সোমারভিল বলেন, তুরস্কজুড়ে স্থানীয় এবং আন্তর্জাতিক উদ্ধারকারীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আমি লেবানন থেকে যে বিমানে আদানায় পৌঁছাই, সেটি সুইস ও রোমানিয়ান উদ্ধারকারী ও জরুরি চিকিৎসাসেবা কর্মীতে ভরা ছিল।

প্রসঙ্গত, গতকাল ভোরে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় হওয়া এ ভূমিকম্পে দেশ দুটিতে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত ৪ হাজার ৯৮৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে তুরস্কে ৩ হাজার ৩৮১ জন এবং সিরিয়ায় ১ হাজার ৪৪৪ জন মারা যান।

ভূমিকম্পে দুই দেশে কয়েক হাজার ভবন ধসে পড়েছে। এ ঘটনায় তুরস্কে এখন পর্যন্ত আহত হয়েছেন প্রায় ১৫ হাজার মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ