রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক, যা বললেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চল। ভূমিকম্পে দেশ দুটিতে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, ‘তুরস্কে মৃতের সংখ্যা ৯১২ জনে পৌঁছেছে। আহত হয়েছে ৫ হাজার ৪০০ মানুষ’। এই সংখ্যা আরও বাড়তে পারে।

আজ সোমবার (০৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। ভূমিকম্পের পর তুরস্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। টেলিভিশনে জাতির উদ্দেশে দেন ভাষণ দেন প্রেসিডেন্ট এরদোগান।

প্রেসিডেন্ট এরদোগান বলেন, ভূমিকম্পে ধসে পড়া কাঠামো থেকে প্রায় ২ হাজার ৪৭০ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ধসে পড়েছে প্রায় তিন হাজার ভবন। এই ঘোষণার ফলে তুরস্ক ও পার্শ্ববর্তী সিরিয়ায় মৃতের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়াল।

তিনি বলেন, ‘ভয়াবহ ভূমিকম্পের পর প্রায় ৪৫টি দেশ থেকে সহায়তার প্রস্তাব এসেছে। যেহেতু অনেক ভবনের ধ্বংসাবশেষ অপসারণের চেষ্টা চলছে, তাই আমরা নিশ্চিত জানি না নিহত ও আহতের সংখ্যা কত বাড়বে। আমরা আশা করছি, এই দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে পারব। আমি প্রার্থনা করি সৃষ্টা যেন আমাদের এবং সমগ্র মানবজাতিকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করেন’।

এপির প্রতিবেদনে জানা যায়, ইতোমধ্যে নেদারল্যান্ডস, রোমানিয়া, রাশিয়া, ইসরায়েল, মিশর, বুলগেরিয়া, ইউক্রেন, জার্মানি বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার প্রতি সাহায্যের হাত বাড়ানোর পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে কিছু দেশ অর্থ ও উদ্ধারকারী দল পাঠিয়ে সাহায্যের আশ্বাস দিয়েছে।

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ