শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬


পাকিস্তানের মসজিদে ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে রাবেতায়ে আলম আল ইসলামীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুসাইন আহমাদ খান।।

ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তানের পেশোয়ার শহরে পুলিশ লাইন মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাবেতায়ে আলম-ই-ইসলামি।

গত সোমবার দুপুরের নামাজের সময় সংঘটিত এ হামলায় এ পর্যন্ত ৮৮ জন নিহত ও ১৫৭ জন আহত হয়েছেন।

রাবেতায়ে আলম-ই-ইসলামির সেক্রেটারি ও মুসলিম স্কলার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ ডক্টর মুহাম্মদ বিন আবদুল করিম ইসা এই অপরাধী কর্মকাণ্ডের জোরালো নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, অপরাধীদের অন্তরে ধর্ম ও মানবতা বলতে কিছু নেই। তারা না মানুষের জীবনের প্রতি সম্মান দেখিয়েছে আর না মসজিদের সম্মান রক্ষা করেছে।

ড. ইসা রাবেতায়ে আলম-ই-ইসলামি ও এর গ্লোবাল একাডেমি, ইনস্টিটিউট ও কাউন্সিলের পক্ষ থেকে নিহতদের পরিবার এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।

তিনি বলেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি তিনি যেন নিহতদের মাগফেরাত করেন এবং এ ধরনের হামলা থেকে পাকিস্তানি জনগণকে রক্ষা করেন।

সূত্র: আল হেলাল মিডিয়া


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ