মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৪ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
আবারও ‍খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত স্বাধীন দেশে থেকেও আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম নোয়াখালীতে কোরআন তালিমে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ইসরায়েলকে কঠিন পরিণতির হুঁশিয়ারি ইয়েমেনের  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী/ভাতা পুনঃনির্ধারণ: অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবার এক টাকা কেজি গরুর গোশত বিক্রির ঘোষণা এমপি প্রার্থীর! ‘দায়সারা গোছের তামাশার নির্বাচন জনগণ মেনে নেবে না’ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করার উদ্যোগ নিন আন্তর্জাতিক স্বীকৃতি পেল শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন সমাজে নৈতিক অবক্ষয় ও তরুণ প্রজন্মের দিকভ্রান্তি

'৩০০ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে ইসলামী আন্দোলন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে বলে দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিকে মানুষ ভোট দিয়ে দেখেছেন। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। যে জাতি নিজেরা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে না, আল্লাহ তাদের ভাগ্যের পরিবর্তন করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম।

তিনি আরও বলেন, বেগমপাড়ায় টাকা পাচার করা হচ্ছে। সেকেন্ড হোম করছে মালয়েশিয়ায়। ভারতের বাঁধের প্রতিবাদে আমরা লং মার্চ করে সফল হয়েছি। আমরাই সফল হয়েছি।

সোমবার বিকালে রাজবাড়ী শহীদ স্মৃতি চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

রাজবাড়ী জেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মদ আঃ রহিম আল মাহমুদ সুমনের সভাপতিত্বে আলোচনা করেন, ইশা ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সদস্য মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের রাজবাড়ী জেলা শাখার সভাপতি ক্বারী মুহাম্মদ আবু ইউসুফ, হাফেজ মাওলানা আব্দুল মালেক, মাওলানা আব্দুল আলিম, মাওলানা আশরাফুল ইসলাম, আলহাজ্ব নুর মুহাম্মদ মিয়া, মুফতি গোলাম কবির মাসুম, মাওলানা সিদ্দিকুর রহমান, মুফতি শরিফ ইফতেখার উদ্দিন, হাফেজ মোহাম্মদ সাব্বির হুসাইন প্রমুখ।

পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম রাজবাড়ী জেলা ইশা ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করেন।  সভাপতি হিসেবে আঃ রহিম সুমন, সহ-সভাপতি আব্দুর রহমান সোহান, সাধারণ সম্পাদক আবু রায়হান হিসেবে দায়িত্ব পান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ