সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ কওমী ছাত্রপরিষদের উদ্যোগে জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতা ২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকার সুত্রাপুর, লোহারপুল জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মুফতি মিঞা মোহাম্মদ উমর কাজীর পরিচালনায় ও সদস্য সচিব আ.স.ম আল আমিন এর ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, মসজিদ উত-তাকওয়া ধানমন্ডি এর খতিব হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে হিফজুল হাদিসের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান সময়ে এধরনের আয়োজন আরো বেশি করা দরকার। প্রধান অতিথি তার বক্তব্যে জীবনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে পালন করার উদাত্ত আহ্বান জানান এবং হিফজুল কুরআন প্রতিযোগিতার পাশাপাশি হিফজুল হাদিস প্রতিযোগিতা আয়োজন করার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলনা মুহিব্বুল্লাহিল বাকি আন নদভী। প্রধান আলোচক ছিলেন, আস-সাক্বাফা পত্রিকার সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মুফতী শাইখ মোহাম্মদ উছমান গনী, সহকারী অধ্যাপক, আহ্সানিয়া ইনস্টিটিউট ঢাকা, কলামিস্ট, দৈনিক প্রথম আলো ও মাওলানা হাবীবুল্লাহ সিরাজী।

এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক আহবায়ক মাওলানা মনির হোসেন ও মাওলানা সৈয়দ মুহসিন বিন কায়সার।

সারাদেশে জেলা ও বিভাগীয় পর্যায়ে পর্যায়ক্রমে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত বুধবার উক্ত প্রতিযোগিতার চূড়ান্ত বাছাইয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রথম ৩ জনসহ মোট ২৭ জনকে পুরস্কৃত করা হয়।

১ম স্থান অধিকার করে সিলেট বিভাগের প্রতিযোগী রেজাউল করিম শাফি, ২য় স্থান অধিকার করে চট্টগ্রাম বিভাগের ফোরকান ইবনে জাফর , ৩য় স্থান অধিকার করে ঢাকা বিভাগের ইলিয়াস হাসান।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে ২৫ হাজার, ১৫ হাজার, ১০ হাজার টাকা সমমূল্যের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বাকিদেরকেও নগদ অর্থসহ ক্রেস্ট, সনদ ও কিতাব প্রদান করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ