মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ।। ১২ কার্তিক ১৪৩২ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যারা নির্বাচনের দিন গণভোট চায় তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায়: মিয়া গোলাম পরওয়ার মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট উদ্যোগে তাফসিরুল কুরআন মহাসম্মেলন খুলনা ২ আসনে হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ'র গণসংযোগ রাবি শিক্ষকের হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি নূরী আক্তারের উদ্যোক্তা হওয়ার গল্প জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় অস্পষ্টতা: ইসলামী আন্দোলন ‘বাবরি মসজিদ একদিন পুনর্নির্মিত হবে’ ফেসবুকে এমন পোস্টে ভারতের সুপ্রিম কোর্টে মামলা নির্বাচন সুষ্ঠ করতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার ‘তিনবারের বিশ্বজয় হাফেজ সাইফুর রহমান ত্বকীকে স্মরণীয় করে রাখবে’ প্রাথমিকে জনআকাঙ্ক্ষার পরিপন্থী পদক্ষেপ নেবে না সরকার: ধর্ম উপদেষ্টা

হিলিতে কমেছে পেঁয়াজের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের হিলি বন্দর বাজারে এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৮ টাকা। প্রকার ভেদে পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে।

বুধবার (২১ ডিসেম্বর) হিলি পেঁয়াজের বাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহ আগে পাইকারি বাজারে যে পেঁয়াজের দাম ছিলো ২৬ থেকে ২৮ টাকা কেজি, সেই পেঁয়াজ বর্তমান বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। তা আবার খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে। পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।

বাজারে পেঁয়াজ কিনতে আসা এক ক্রেতা বলেন, গত সপ্তাহে ২৮ টাকা কেজি পেঁয়াজ কিনেছিলাম। আজ সেই পেঁয়াজের দাম ২০ টাকা কেজি। কম দাম হওয়ায় ২০০ টাকা দিয়ে ১০ কেজি পেঁয়াজ কিনলাম।

হিলি বাজারে এক সবজি ব্যবসায়ী বলেন, পেঁয়াজের দাম কমে গেছে। ২০ টাকা কেজি পাইকারি নিয়ে তা ২৪ থেকে ২৫ টাকা কেজি খুচরা বিক্রি করছি।

হিলি বাজারে এক পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী বলেন, এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম অনেকটা কমে গেছে। বন্দরে কয়েক ধরনের পেঁয়াজ আছে। গত মঙ্গলবার আমরা ১৭ থেকে ১৮ টাকা কেজি দরের পেঁয়াজ আমদানিকারকদের নিকট থেকে ক্রয় করেছি। সেই পেঁয়াজ ২০ টাকা কেজি দরে পাইকারি দিচ্ছি। ভারত থেকে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে দামও কমে যাচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ