শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ।। ৫ পৌষ ১৪৩২ ।। ২৯ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
হাদির জানাজায় অংশ নিতে মানুষের ঢল, খুলে দেয়া হলো সংসদ ভবনের গেট জানা গেল কে পড়াবেন শহীদ ওসমান হাদির জানাজার নামাজ হাদির মৃত্যুতে পাকিস্তান হাইকমিশনের শোক শরীফ ওসমান হাদিকে নিয়ে শিল্পী আবু উবায়দার নতুন গান শহীদ ওসমান হাদির শেষ গোসল দেবে আল-মারকাজুল ইসলামী নূরানী বোর্ডের ফল প্রকাশ ও স্কলারশিপের ঘোষণা অনুষ্ঠান শুরু ওসমান হাদির জানাজা ঘিরে ১ হাজার ‘বডি ওর্ন ক্যামেরা’সহ কঠোর নিরাপত্তা ওসমান হাদির জানাজায় দলে-দলে অংশগ্রহণ করুন: জামায়াত আমির সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল সিরিয়া শহীদ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বরখাস্ত হলেন অধ্যাপক তাজিন আফরোজ

ইসলামী ঐক্যজোট-জমিয়তসহ ১২ দলের নতুন জোট ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের গতি ও ব্যাপ্তি বাড়াতে ২০-দলীয় জোট ভেঙে বিএনপি’র সমমনা ১২টি দল মিলে ‘১২–দলীয় জোট’ গঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের আত্মপ্রকাশ ঘটে।

এ জোটে ইসলামি রাজনৈতিক দলগুলোর মধ্যে ২টি ইসলামি দল-মুফতি মহিউদ্দিন ইকরামের নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলাম ও মাওলানা আবদুর রকীবের নেতৃত্বে ইসলামী ঐক্যজোটও  রয়েছে।

১২ দলীয় এই জোটে অন্য দলগুলো হচ্ছে- মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর), মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টি, ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টি, সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল, কেএম আবু তাহেরের নেতৃত্বে এনডিপি, শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে এলডিপি (একাংশ), এডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ মুসলিম লীগ, নুরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সাম্যবাদী দল, এডভোকেট আবুল কাসেমের নেতৃত্বে বাংলাদেশ ইসলামিক পার্টি, ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা, একাংশ)। জোটের একাধিক নেতা জানান, যুগপৎ আন্দোলন বেগবান করতে ঐক্যবদ্ধ হয়েছে ১২টি রাজনৈতিক দল।

সূত্র জানায়, ১২ দলীয় জোটের আত্মপ্রকাশের পরবর্তীতে নতুন কর্মসূচি দেবেন জোটের নেতারা। একই সঙ্গে যুগপৎ আন্দোলন বাস্তবায়ন করতে আগামী দু’-একদিনের মধ্যেই বিএনপি’র সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক হবে। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করবে নতুন এই জোট। এদিকে আগামী সপ্তাহে ‘নাগরিক মঞ্চ’ নামে নতুন আরেকটি জোট আত্মপ্রকাশের অপেক্ষায় রয়েছে। ৭টি দল এরই মধ্যে তাদের জোটের বিষয়ে কয়েক দফা বৈঠক করেছে।

আরএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ