শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৮ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
‘‌কচুয়ােক দাওয়াতি কার্যক্রমের মডেল হিসেবে গড়তে চাই’ গোপালগঞ্জের যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামি লেখক ফোরাম পদক পেলেন তিন গুণীজন, পুরস্কার ৩০ জন পিআর পদ্ধতি সংবিধানে নেই, সংবিধানের বাইরে যেতে পারি না: সিইসি  ‘সাংবাদিকদের ওপর হামলা বা হত্যার বিচার হয় না, ফলে তারা এক অনিশ্চিত জীবনে বাস করে’ ইসরায়েলি হামলায় আরো ৬৫ জন ফিলিস্তিনি নিহত অসিয়ত ভঙ্গ করে জানাযা পড়ালে তা শুদ্ধ হবে কি? লেখকদের পৃষ্ঠপোষকতায় পদক পেলেন মাওলানা মুহাম্মাদ সালমান ৪৮ প্রার্থীর মধ্যে ২০ জন মাদরাসাপড়ুয়া, আলোচনায় ডাকসু ভিপি নির্বাচন ছাত্র জমিয়ত গাজীপুর মহানগর শাখার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ডিসেম্বরের শেষে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হিমালয়-কাঞ্চনজঙ্ঘা কাছাকাছি থাকায় উত্তরের জেলা পঞ্চগড়ে আগেই শীত নামে। তবে দিনি দিন তাপমাত্রা কমে গিয়ে বেড়েছে শীতের প্রকোপ। একই সাথে ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায়। ইতোমধ্যে জেলাটিতে হেমন্তের শেষের দিকে তাপমাত্রা কমে গিয়ে ১১ ডিগ্রির ঘরে নেমে এসেছে।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৬টায় ১২ দশমিক ৭ ডিগ্রি এবং সকাল ৯টা সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগে বুধবার (১৪ ডিসেম্বর) তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি।

আবহাওয়া অফিস সূত্র থেকে জানা গেছে, দিনের বেলাতেও তাপমাত্রা কমে গিয়ে ২৬ থেকে ২৭ ডিগ্রিতে ওঠানামা করছে সপ্তাহজুড়ে। জেলাটিতে কয়েক দিন ধরে হিমেল বাতাস বইছে। এতে শীতের প্রকোপ বেড়ে যায়। সকালের দিকে ঘন কুয়াশার দেখা মেলে। তখন ফসলের মাঠসহ চারদিক কুয়াশায় আচ্ছন্ন থাকে। গ্রামাঞ্চল এবং নদী তীরবর্তী এলাকাগুলোতে কুয়াশা এবং শীতের তীব্রতা বেশি থাকে। তবে গত কয়েক দিন কুয়াশার স্থায়িত্ব কম হলেও আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত কুয়াশায় ঢেকে আছে চারদিক। সকালে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হয়।

এদিকে দিনে-রাতে তাপমাত্রা বাড়ার কারণে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন শীতজনিত রোগ। জ্বর, সর্দি, কাঁশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে হাসপাতালগুলোতে ভিড় করছেন রোগীরা। এদের মধ্যে বেশির ভাগই শিশু।

তেঁতুলিয়া প্রথম শ্রেণি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, ডিসেম্বরের শেষে তাপমাত্রা আরও কমবে এবং মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ