মঙ্গলবার, ০৭ মে ২০২৪ ।। ২৪ বৈশাখ ১৪৩১ ।। ২৮ শাওয়াল ১৪৪৫


হাফেজ, ইমাম, মাদরাসা ছাত্র ও বেকার যুবকদের জন্য ইফার ফ্রি কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাফেজ, ইমাম, মাদরাসাছাত্র ও বেকার যুবকদের জন্য কোর্স ফি ছাড়া কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমাম প্রশিক্ষণ একাডেমির ২০২২-২০২৩ অর্থ বছরে ০২ মাসব্যাপী হাফেজ, ইমাম, মাদ্রাসার ছাত্র ও বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণের তৃতীয় কোর্স ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও দিনাজপুর কেন্দ্রে আগামী ০৮/০১/২০২৩ তারিখ রবিবার থেকে ০৮/০৩/২০২৩ তারিখ বুধবার পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আগ্রহী প্রার্থীদেরকে ইমাম প্রশিক্ষণ একাডেমির কেন্দ্রসমূহে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

কোর্সের বিষয়সমূহ:
Basic Computer, Graphics Design, Adobe Photoshop, Illustrator, Freelancing, Marketplace & Consultancy।

সংশ্লিষ্ট কেন্দ্রে প্রার্থীর স্ব-হস্তে লিখিত দরখাস্ত জমা দেয়ার সর্বশেষ তারিখ:- ০৪/০১/২০২৩
ইমাম প্রশিক্ষণ একাডেমী কেন্দ্রে প্রার্থীদের বাছাই ও ভর্তির তারিখ:- ০৫/০১/২০২৩

ভর্তির যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র এবং সুযোগ-সুবিধাসমূহ:

(ক) নূন্যতম দাখিল বা সমমান পরীক্ষায় পাশ। হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

(খ) প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক আন থাকতে হবে। যাদের নিজস্ব কম্পিউটার আছে ভর্তির ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেয়া হবে।
(গ) শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

(ঘ) ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ ওয়ার্ড কমিশনার কর্তৃক ইমামতির স্বপক্ষে প্রদত্ত প্রমাণ: পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। মাদ্রাসা ছাত্রদের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্ৰমাণপত্ৰ জমা দিতে হবে।

(ঙ) ১ (এক) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং এক কপি স্ট্যাম্প সাইজের ছবি জমা দিতে হবে। (চ) কোন প্রকার কোর্স ফি দিতে হবে না; তবে মনোনীত প্রার্থীকে নিবন্ধন ফি বাবদ ৫০০/-(পাঁচশত) টাকা প্রদান করতে হবে।

(ছ) ভর্তির সময় জামানত বাবদ ১,০০০/- (এক হাজার) টাকা জমা দিতে হবে, যা কোর্স সাফল্যজনকভাবে সম্পন্ন করার পর সনদপত্রের সাথে ফেরত দেয়া হবে। একাডেমীর সংশ্লষ্ট কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টি.এ./ডিএ প্রদান করা হবে না। (জ) উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সরকারী সনদ পত্র প্রদান করা হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ