বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ ।। ৬ ভাদ্র ১৪৩২ ।। ২৭ সফর ১৪৪৭


১০ ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় সাড়ে ১০ ঘণ্টা পর ঢাকার সা‌থে উত্তর ও দ‌ক্ষিণ-পশ্চিমাঞ্চ‌লের ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ সকাল ৯টার দিকে রেলক্রসিং থেকে ট্রেনটি সরিয়ে নেওয়া হলে রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।

গতকাল রাত সা‌ড়ে ১০টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাইনের রাজাবা‌ড়ি রেলক্রসিংয়ে এ ঘটনা ঘ‌টে।ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর আঞ্চ‌লিক মহাসড়কেও যানবাহন চলাচল বন্ধ থাকে।

রেলসূত্র ও স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা একটি মালবাহী ট্রেন ঢাকার দি‌কে যাওয়ার সময় কা‌লিহাতী উপজেলার রাজাবা‌ড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ১১ নম্বর ব‌গিটি লাইনচ‌্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় ওই রেললাই‌নের ট্রেন চলাচল। খবর পেয়ে ভোর ৪টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। সকাল ৯টার দিকে ট্রেনটি উদ্ধার করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

পশ্চিম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত আমিন জানান, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাবাড়ি এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে ভোর ৪টার দিকে উদ্ধারকারী ট্রেন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। সকাল ৯টার দিকে উদ্ধার শেষ হলে এ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ