রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

জামিয়া দারুল উলুম মাদানী নগর মাদরাসার ইসলাহী সম্মেলন আজ থেকে শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শুরু হয়েছে খলিফায়ে মাদানি রহ., মুসলেহে উম্মাহ হযরত শায়েখ সন্দিপী (রহ.)এর প্রতিষ্ঠিত
জামিয়া দারুল উলুম মাদানী নগর এর আত্মশুদ্ধি মুলক ইসলামী সম্মেলন।

রাজধানীর বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম মাদানী নগরের উদ্যোগে তিনদিন ব্যাপী এ ইসলাহি মাহফিলের আয়োজন করা হয়। এ মাহফিলে উপস্থিত থাকবেন ভারত ও বাংলাদেশের বরেণ্য ওলামায়ে কেরাম।

মাহফিলটি গতকাল বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুরু হয়েছে। শুক্র ও শনিবারও মাহফিলের কার্যক্রম চলমান থাকবে। শনিবার আখেরি মুনাজাতের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটবে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের বিখ্যাত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস আওলাদে রাসূল সায়্যিদ আরশাদ মাদানি। এছাড়াও উপস্থিত থাকবেন ভারতের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা সোহরাব আলী কাসেমি।

বাংলাদেশী শীর্ষ আলেমদের মধ্যে উপস্থিত থাকবেন ওলামা বাজার মাদরাসার প্রবীন উস্তাদ মাওলানা নুরুল ইসলাম, কাকরাইলের তাবলীগি মারকাজের মুরুব্বী মাওলানা জুবায়ের আহমাদ, আকবর কমপ্লেক্সের মুহতামিম মুফতি দেলাওয়ার হোসাইন, মারকাযুদ দাওয়া ঢাকার শিক্ষাসচিব মুফতি আব্দুল মালেক, রাজশাহীর শীর্ষ আলেম মাওলানা জামালুদ্দিন সন্দ্বীপী ও মুফতি উমর ফারুক সন্দ্বীপী প্রমুখ।

আজ শুক্রবার জুমার আগে বয়ান করেছেন, মারকাযুদ দাওয়া ঢাকার শিক্ষাসচিব মুফতি আব্দুল মালেক।

তিন দিনব্যাপী এ ইসলাহি মাহফিলে দারুল উলুম মাদানী নগরের প্রতিষ্ঠাতা মাওলানা ইদরিস সন্দ্বীপীর ভক্তরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন। এছাড়াও বিপুল পরিমাণ অন্যান্য সাধারণ মানুষের উপস্থিতি রয়েছে।

সূত্র মতে জানা যায়, এ মাহফিল গতানুগতিক ধারার কোনো মাহফিল নয়। এখানে বক্তারা এমন কিছু আলোচনার চেষ্টা করেন, যাতে ভক্তদের আত্মীক উন্নতি সাধিত হয়। আলোচনা শুনে যেন তাদের জীবনে পরিবর্তন আসে।

প্রতিদিন মাহফিলের কার্যক্রম ফজরের পর শুরু হয়। সকালে কয়েকজন বক্তার বয়ানের মধ্য দিয়ে প্রাথমিক পর্ব শেষ হবে। পরে বেলা ১০টার দিকে মানুষকে নামাজ-কালাম ও প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় মাসায়েল শিক্ষা দেয়া হবে। জোহরের পরও শেখানোর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। পরে আসরের আগ থেকে আবার বয়ান শুরু হবে। এশার আগ পর্যন্ত দেশ-বিদেশের বিভিন্ন উলামায়ে কেরাম বয়ান করবেন। এশার পর আর কোনো আলোচনা হবে না।

কর্তৃপক্ষ জানান, আমরা সর্বাত্মক চেষ্টা করি, যেন এখানে যারা আসেন, তাদের সময়ের সদ্ব্যবহার হয়। এ সময়ে আমরা তাদের জন্য এমন আলোচনারই ব্যবস্থা করি, তা তাদের জীবন পরিবর্তনে সহায়ক হবে।

দারুল উলুম মাদানী নগর মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা ইদরিস সন্দ্বীপী ছিলেন উম্মাহর চিন্তায় সদানিবেদিত এক মহৎপ্রাণ মনীষা। তিনি সর্বস্তরের মানুষের কাছে দ্বীনের শিক্ষা বিস্তারের লক্ষে বাংলাদেশ, আমেরিকা ও আবুধাবীসহ বিশ্বের বিভিন্ন দেশে দেড় শতাধিক কওমী মাদরাসা প্রতিষ্ঠা করেছেন।

এসব মাদরাসাকে নিয়ন্ত্রণের সুবিধার্তে গঠন করেছেন তালীমী বোর্ড মাদারিসে কাওমিয়া আরাবিয়া নামের স্বতন্ত্র শিক্ষাবোর্ড। দেশব্যাপী রয়েছে তার অসংখ্য ভক্ত মুরিদান। তাদেরকে আধ্যাত্মিক দিক-নির্দেশনা দেয়ার জন্য আয়োজন করতেন এ বার্ষিক ইসলাহি জোড়। তার ইন্তেকালের পর তার মিশন চালিয়ে নিচ্ছেন তারই সুযোগ্য সন্তান মাওলানা ফয়জুল্লাহ সন্দ্বীপী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ