আওয়ার ইসলাম ডেস্ক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন বলেই ধান চাষে আগ্রহী হচ্ছেন। তাদের এই আগ্রহকে ধরে রাখতে হবে।
আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে নওগাঁসহ সারাদেশে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় খাদ্যমন্ত্রী রাজধানীর খাদ্য ভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে দেশের ৪টি জেলার সরকারি কর্মকর্তা, ধান-চাল ব্যবসায়ী ও কৃষকের সঙ্গে কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকারি গুদামে ধান বিক্রির সময় কোনো কৃষক বা মিলাররা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন। তবে কোনো ব্যবসায়ী বিনা লাইসেন্সে ধান-চালের ব্যবসা করতে পারবেন না।
উল্লেখ্য, নওগাঁ জেলায় এবার চলতি আমন মৌসুমে ১১ হাজার ৪৫৪ টন ধান ও ২২ হাজার ১৩৬ টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
-এসআর
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        