সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

প্রকাশিত হয়েছে দেওবন্দ মুহতামিম আল্লামা নুমানির ‘আঁধারে আলোর প্রদীপ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি বর্তমান বিশ্বের ঐতিহাসিক ইসলামি বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম নুমানির নন্দিত গ্রন্থ ‘আঁধারে আলোর প্রদীপ’ প্রকাশিত হয়েছে।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে উলামায়ে কেরাম ও ছাত্রদের করণীয় বর্জণীয় নিয়ে গত রমজানে তিনি ভারতের দারুল উলুম দেওবন্দের মসজিদে রশিদে এক ঐতিহাসিক ভাষণ দেন।

যা পরবর্তীতে ‘বায়াবা কি শবে তারিক মে কিনদিলে রাহবানি’ প্রকাশিত হয়ে উলামায়ে কেরামের মাঝে আশার আলো সঞ্চার করে। নিজেদের আত্মশুদ্ধি ও দায়িত্ব কর্তব্য পালন, আল্লাহমুখিতায় ধাবমান ও প্রয়োজনে কুওয়াহ সঞ্চয়ের এক হৃদয় জাগানিয়া আহ্বান করেছেন কালের এ মনীষী। তিনি তার সে বয়ানে আকাবির আসলাফের কর্মপন্থাও তুলে ধরেন।

তার সে বয়ান ও সাম্প্রতিক সময়ে তরুণ আলেমদেরকে দেয়া আরেকটি বয়ানসহ দুটি বয়ানের বাংলা সংকলন হচ্ছে ‘আঁধারে আলোর প্রদীপ’। এ সংকলনের বাংলা রূপায়ন করেছেন আল্লামা নুমানির মুরিদ, আস্থাভাজন শিষ্য, বিশিষ্অট অনুবাদক জামিয়া কারিমিয়া আরাবিয়ার (রামপুরা) শিক্ষক আবুল ফাতাহ কাসেমি। এ গ্রন্থটিকে বাংলা অনুবাদ সাহিত্যের এক নতুন সংযোজন বলে মনে করছেন দেশের বিজ্ঞ আলেমগণ।

নবীন আলেম, উলামা তলাবা ও সাধারণ পাঠকদের জন্য এ গ্রন্থ অন্ধকারে আলোর প্রদীপের কাজ করবে ইনশাআল্লাহ। আগামী 19 নভেম্বর শনিবার ঢাকার বসিলায় জামিয়াতুল হাসানাইনে (মাদরাসায়) আল্লামা নুমানির হাতেই মোড়ক উন্মোচন হবে এ গ্রন্থটির। সেখানে দেশের বিদগ্ধ উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

গ্রন্থটি প্রকাশ করেছে বাংলাবাজারের নুরুল কুরআন প্রকাশনী (01912957522)। রকমারিসহ দেশের অভিজাত লাইব্রেরিগুলোতে ইতোমধ্যে তথ্যবহুল এ গ্রন্থটি পাওয়া যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ