আওয়ার ইসলাম ডেস্ক: ফরিদাবাদ মাদরাসার শাইখুল হাদিস, বেফাকের সহকারী মহাসচিব ও আল-হাইআতুল উলয়ার অন্যতম সদস্য মুফতি নূরুল আমীন ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালে শোক প্রকাশ করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।
শনিবার গনমাধ্যমে পাঠানো এক শোক প্রকাশ করেছেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান, আল-হাইআতুল উলয়ার অন্যতম সদস্য আল্লামা মুফতি রুহুল আমীন।
উল্লেখ্য, আজ সকাল ১০টায় ইন্তেকাল করেছেন মুফতি নূরুল আমীন। গত বৃহস্পতিবার ফরিদাবাদ মাদরাসায় ফজরের নামাজের সময় মুফতি নুরুল আমীন হার্টঅ্যাটাক করেন। এরপর তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
-এএ
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        