সোমবার, ২৫ আগস্ট ২০২৫ ।। ১০ ভাদ্র ১৪৩২ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি গ্রেফতার ‘জুলাই অভ্যুত্থানের সুযোগ কাজে না লাগালে আগামী প্রজন্ম ধিক্কার দেবে’ ফজলুর বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রশিবিরের, সাংগঠনিক শাস্তি দাবি ফজলুর বক্তব্য প্রত্যাহার ও বহিষ্কার চেয়ে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি কেন জাহাজে হজে নেওয়া গেল না, জানালেন ধর্ম উপদেষ্টা ৬ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুফতি সালমান মানসুরপুরী ১২ রবিউল আউয়াল ৬ সেপ্টেম্বর ঢাবিতে ফজলুরকে অবাঞ্ছিত ঘোষণা করল শিক্ষার্থীরা ‘স্বৈরতন্ত্রের সুপ্ত বীজ যাদের মধ্যে আছে তারাই সংবাদ প্রকাশে বাধা দেয়’  খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

বেফাকের সহকারী মহাসচিবের ইন্তেকালে ইসলামী আন্দোলনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার (ফরিদাবাদ মাদরাসা) শাইখুল হাদিস, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাকের)-র সহকারী মহাসচিব মুফতি নুরুল আমীন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি সওয়াইন্না ইলাইহি রাজিউন।

মুফতি নুরুল আমীন ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

এছাড়াও পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সেক্রেটারী আব্দুল আঊয়াল মজুমদার, ঢাকা মহানগর উত্তর সভাপতি শায়খুল হাদীস মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, জাতীয় তাফসীল পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল ও মায়কুল হাদীস হাফেজ মাওলানা মুফতি বাকি বিল্লাহ।

আজ শনিবার এক শোকবার্তায় মুফতি ফয়জুল করীম বলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সহকারী মহাসচিব, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদরাসার শাইখুল হাদীস হযরত মাওলানা মুফতি নূরুল আমীন (রহ.) ছিলেন একজন বরেণ্য ও প্রথিতযশা আলেমেদীন ও মুফতি।

তিনি বহু মাদরাসার সাথে সম্পৃক্ত থেকে ইলমে নববীর দরস ও তাদরীসের খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। এ ছাড়াও বিভিন্ন ফেরকায়ে বাতিলার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী ছিলেন। মহান রব্বুল আলামিন এই মহান বুজুর্গ আলেমেদীনের সকল খেদমতকে কবুল করুন, আল্লাহ পাক তাঁর পরিবার পরিজনকে এবং দেশবিদেশে ছড়িয়ে থাকা তাঁর সকল সাগরেদ, ভক্তদেরকে সবরে জামীল দান করুন। সেইসাথে তাঁর জীবনের খিদমাতগুলো কবুল ও মঞ্জুর করুন, তাঁর মাগফিরাত করুন এবং জান্নাতের উচ্চ মাকাম নসীব করুন-আমীন।

মুফতি নুরুল আমীন রহ. এর মাগফিরাত কামনা করে পুরানা পল্টনে দোয়া অনুষ্ঠিত : মুফতি নুরুল আমীন রহ. এর মাগফিরাত কামনা করে আজ বাদ জোহর পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই দোয়া পরিচালণা করেন। এ সময় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারূফ, মুফতি মোস্তফা কামাল, শহিদুল ইসলাম কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ