মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


জার্মানিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জার্মানির হামবুর্গের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু করেছে আল-নুর ওয়াকফ। শুক্রবার থেকে রবিবার (১১-১৩ নভেম্বর) তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৩৩টি দেশের প্রতিযোগীরা অংশ নেয়।

প্রতিযোগিতার প্রধান ব্যবস্থাপক ড. তালাল হাদি জানান, কুয়েতের বিশিষ্ট ব্যক্তিত্ব ও লেখক ড. সাআদ আল-সাবাহের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উত্তীর্ণ ইউরোপীয় দেশগুলোর হাফেজদের শায়খ আবদুল্লাহ আল-মুবারক আল-সাবাহ পুরস্কার দেওয়া হবে।

পবিত্র কোরআন হিফজ, চর্চায় মুসলিমদের উদ্বুদ্ধ করতে এবং ইসলামী শিক্ষা প্রসারের লক্ষ্যে এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ড. তালাল হাদি আরো জানান, কভিড-১৯ বৈশ্বিক মহামারির পর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। কুয়েতের আন্তর্জাতিক দাবত্য সংস্থা ইন্টারন্যাশনাল ইসলামিক চ্যারিটি অর্গানাইজেশনের সার্বিক তত্ত্বাবধানে তা শুরু হয়। এতে ইউরোপসহ ৩৩টি দেশের প্রতিযোগী এবং আন্তর্জাতিক হিফজ বিচারকরা অংশ নেন।

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা চারটি বিভাগে শুরু হয়।

প্রথম বিভাগ হলো, পূর্ণ কোরআন হিফজ। এতে প্রতিযোগীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

দ্বিতীয় বিভাগ হলো, পবিত্র কোরআনের ১৫ পারা হিফজ। এতে প্রতিযোগীর বয়স অনূর্ধ্ব ২৫ বছর হতে হবে।

তৃতীয় বিভাগ হলো, পবিত্র কোরআনের ১০ পারা হিফজ। এতে প্রতিযোগীর বয়স অনূর্ধ্ব ১৮ বছর হতে হবে।

চতুর্থ বিভাগ হলো, পবিত্র কোরআনের ৫ পারা হিফজ। এতে প্রতিযোগীর বয়স অনূর্ধ্ব ১৬ বছর হতে হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ