শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বাধ্যতামূলক সেনা নিয়োগ পরিকল্পনার প্রতিবাদে ২ লাখ ইহুদির বিক্ষোভ চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফি নিয়ে বেফাকের বিশেষ বিজ্ঞপ্তি চীনের চিকিৎসার আপডেট জানালেন মাওলানা ইনআমুল হাসান ফারুকী মানুষ এখন চায় ইসলামি শক্তি ক্ষমতায় আসুক: গাজী আতাউর রহমান লেবার পার্টি মনোনীত আনারস প্রতীকের ৭৫ সংসদ সদস্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ সহকারী প্রধান শিক্ষকের ঘুষিতে নারী শিক্ষক আহত, সাতদিনেও মেলেনি বিচার সৎ, বিশ্বস্ত ও আলেম নেতৃত্বকে সংসদে পাঠাতে হবে: মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম তোমাকে খুব মনে পড়ে মা

সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাবেক প্রতিমন্ত্রী ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি..... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

গত রোববার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালি ও মিছিলের পর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয় স্বজন ও রাজনৈতিক কর্মী রেখে গেছেন। আজ বুধবার সকাল ১০টায় নগরীর জমিয়াতুল ফালাহ, দুপুর ২টায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ এবং দুপুর ৩ টায় বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জাফরুল ইসলামের ছেলে চট্টগ্রাম চেম্বার পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীরএসব তথ্য জানিয়েছেন।

জাফরুল ইসলাম চৌধুরী ১৯৫০ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামের বাশঁখালী উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৯৬-৯৭ সালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতির দায়িত্ব পালন করেন। বিএনপি সরকারের আমলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের জুনে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এবং ২০১০ সালে সভাপতি নির্বাচিত হন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ৪ বার নির্বাচিত হন সাবেক এই সংসদ সদস্য।

বর্ষীয়ান বিএনপি নেতা জাফরুলের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রাম চেম্বার, চট্টগ্রাম প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক জানিয়েছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ