আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়া, টাঙ্গাইল, লালমনিরহাট ও ঠাকুরগাঁও জেলার অবৈধ ইটভাটা অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে অপসারণ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি গণমাধ্যমকে বলেন, ইটভাটা নিয়ন্ত্রণ আইন অনুসারে লাইসেন্স ছাড়া কোন ইটভাটা স্থাপন ও পরিচালনা করা যাবে না— এমন বিধান থাকলেও কয়েকটি জেলায় শীত মৌসুম সামনে রেখে অবৈধ ইটভাটাগুলোতে কার্যক্রম শুরু করছে বলে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়েছে। ওই সব প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের পক্ষে গত ৬ নভেম্বর একটি রিট দায়ের করি। ওই রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।
এছাড়া ইটভাটা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আগামী চার সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর বগুড়া, চার জেলার ডিসি ও এসপিসহ ২৪ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
-এএ
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        