বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

‘ক্ষুধা দারিদ্র পীড়িত মানুষকে ধর্মশিক্ষা ও ইসলামি সংস্কৃতি বিমূখ করতে চক্রান্ত হচ্ছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়ামের অন্যতম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, ৯২% মুসলমানদের দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ ক্ষুধা দারিদ্র পীড়িত হয়ে হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছে।

অপরদিকে সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা ইসলাম বিরোধী চক্রের এজেন্টদের অপকৌশলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ থেকে ইসলামী শিক্ষা-সংস্কৃতি তুলে দিয়ে বিজাতীয় শিক্ষা সংস্কৃতির প্রচলন করার আয়োজন চুড়ান্ত করেছে।

তিনি বলেন, হযরত শাহজালাল রহ., শাহ পরান রহ., খানজাহান আলী রহ., এছহাক রহ., হাফেজ্জী হুজুর রহ. ও সৈয়দ ফজলুল করিম রহ. এর দেশে ধর্মশিক্ষা, ইসলামী শিক্ষা সংস্কৃতি বাদ দিয়ে ভিনদেশি শিক্ষা-সংস্কৃতির প্রচলন এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা কখনো মেনে নিবে না। জাতীয় শিক্ষাক্রমে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে আগামী ১০ নভেম্বর, বৃহস্পতিবার, সকাল ১০ টায়, বায়তুল মোকাররমের উত্তর গেটে জমায়েত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই'র নেতৃত্বে গণমিছিল সফল করতে সকলের প্রতি আহবান জানান।

আজ ৮ নভেম্বর, মঙ্গলবার, কদমতলী ও শ্যামপুর এলাকায় দুস্থদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, মাওলানা মাছউদুর রহমান চাঁদপুরী, মাওলানা বাছির উদ্দিন মাহমুদ, মোঃ বেলাল হোসেন ও মোঃ মোশাররফ হোসেন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ