শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বাধ্যতামূলক সেনা নিয়োগ পরিকল্পনার প্রতিবাদে ২ লাখ ইহুদির বিক্ষোভ চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফি নিয়ে বেফাকের বিশেষ বিজ্ঞপ্তি চীনের চিকিৎসার আপডেট জানালেন মাওলানা ইনআমুল হাসান ফারুকী মানুষ এখন চায় ইসলামি শক্তি ক্ষমতায় আসুক: গাজী আতাউর রহমান লেবার পার্টি মনোনীত আনারস প্রতীকের ৭৫ সংসদ সদস্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ সহকারী প্রধান শিক্ষকের ঘুষিতে নারী শিক্ষক আহত, সাতদিনেও মেলেনি বিচার সৎ, বিশ্বস্ত ও আলেম নেতৃত্বকে সংসদে পাঠাতে হবে: মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম তোমাকে খুব মনে পড়ে মা

‘ক্ষুধা দারিদ্র পীড়িত মানুষকে ধর্মশিক্ষা ও ইসলামি সংস্কৃতি বিমূখ করতে চক্রান্ত হচ্ছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়ামের অন্যতম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, ৯২% মুসলমানদের দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ ক্ষুধা দারিদ্র পীড়িত হয়ে হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছে।

অপরদিকে সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা ইসলাম বিরোধী চক্রের এজেন্টদের অপকৌশলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ থেকে ইসলামী শিক্ষা-সংস্কৃতি তুলে দিয়ে বিজাতীয় শিক্ষা সংস্কৃতির প্রচলন করার আয়োজন চুড়ান্ত করেছে।

তিনি বলেন, হযরত শাহজালাল রহ., শাহ পরান রহ., খানজাহান আলী রহ., এছহাক রহ., হাফেজ্জী হুজুর রহ. ও সৈয়দ ফজলুল করিম রহ. এর দেশে ধর্মশিক্ষা, ইসলামী শিক্ষা সংস্কৃতি বাদ দিয়ে ভিনদেশি শিক্ষা-সংস্কৃতির প্রচলন এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা কখনো মেনে নিবে না। জাতীয় শিক্ষাক্রমে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে আগামী ১০ নভেম্বর, বৃহস্পতিবার, সকাল ১০ টায়, বায়তুল মোকাররমের উত্তর গেটে জমায়েত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই'র নেতৃত্বে গণমিছিল সফল করতে সকলের প্রতি আহবান জানান।

আজ ৮ নভেম্বর, মঙ্গলবার, কদমতলী ও শ্যামপুর এলাকায় দুস্থদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, মাওলানা মাছউদুর রহমান চাঁদপুরী, মাওলানা বাছির উদ্দিন মাহমুদ, মোঃ বেলাল হোসেন ও মোঃ মোশাররফ হোসেন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ